কুমার নদে অবৈধভাবে মাছ স্বীকার: হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ
ফরিদপুরের সালথার কুমার নদীতে বৈদ্যুতিক শক ও চায়না দুয়ারী জাল দিয়ে মাছ স্বীকার করায় বিপাকে পড়েছেন মৎস্যজীবীরা। কম সময়ে বেশি মাছ পাওয়ার আশায় এক শ্রেণীর জেলে, বৈদ্যুতিক তার যুক্ত বিশেষ ধরনের জালি দিয়ে ওই অপকর্ম করছেন ।