পাবলিক কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদেই থাকছেন তৈয়বুর রহমান
২০১৮ বিধি মোতাবেক সদ্য সরকারি কৃত লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার করিম উদ্দিন পাবলিক কলেজ। সে এসময়ে ১১০ জন শিক্ষক কর্মচারি সরকারিকরণের আওতায় আসে। সরকারিকরণের সময় অত্র কলেজের উপাধক্ষ্য রেশালুননূর চৌধুরী ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করেন।