রোববার, ২৫ মে ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২

কালীগঞ্জে ভূমি মেলার উদ্বোধন

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
  ২৫ মে ২০২৫, ১৬:৪১
কালীগঞ্জে ভূমি মেলার উদ্বোধন
ছবি: যায়যায়দিন

“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” প্রতিপাদ্যে লালমনিরহাটের কালীগঞ্জে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী "ভূমি মেলা" মিলবে ডিজিটাল সেবা।

1
রোববার (২৫ মে) সকালে কালীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক (শিক্ষা- আইসিটি) মো: রাসেল মিয়া। ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ মেলা চলবে আগামী ২৭ মে পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকিয়া সুলতানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম মালিক, প্রধান আলোচক ছিলেন, সাব রেজিস্ট্রার মো: আরিফ ইশতিয়াক। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দফতর প্রধান ও ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা- কর্মচারী, স্থানীয় গণমাধ্যমকর্মী, শিক্ষার্থী সহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ভূমি মেলা উপলক্ষে উপজেলা ভূমি অফিসের উদ্যোগে র‌্যালী, জনসচেতনতামূলক সভা, ভ্রাম্যমান ভূমিসেবা ক্যাম্পেইন, ডকুমেন্টারি প্রচার ও তথ্য কাম-সেবা বুথ স্থাপন করা হয়েছে, যাতে সাধারণ মানুষ সহজেই সেবা পেতে পারে।

এই কর্মসূচির আওতায় কালীগঞ্জ উপজেলা ভূমি অফিস ছাড়াও ৮ টি ইউনিয়ন ভূমি অফিসে সেবা প্রদান করা হচ্ছে। সেবার মধ্যে রয়েছে ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, মৌজা ম্যাপ ও খতিয়ান প্রদানসহ ভূমি সংশ্লিষ্ট যাবতীয় সেবা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে