logo
শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২০, ১০ ফাল্গুন ১৪২৬

  অনলাইন ডেস্ক    ২৬ আগস্ট ২০১৯, ০০:০০  

রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য অরুণ জেটলির

যাযাদি ডেস্ক

ভারতের প্রয়াত সাবেক কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির শেষকৃত্য পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে। চোখের পানিতে তাকে শেষশ্রদ্ধায় বিদায় জানিয়েছেন পরিবার, বন্ধুবান্ধব ও রাজনীতিবিদরা। সংবাদসূত্র : এবিপি নিউজ, এনডিটিভি

দিলিস্নর নিগমবোধ ঘাটে রোববার তার অন্ত্যেষ্টিক্রিয়া হয়। এদিন সকালে অরুণ জেটলির মরদেহ নিয়ে যাওয়া হয়েছিল দলের সদর দপ্তরে। সেখানে তাকে শেষশ্রদ্ধা জানানোর পর ফুল দিয়ে সাজানো গাড়িতে করে এবং 'জেটলিজি অমর রহে' স্স্নোগান দিয়ে তার মরদেহ নিয়ে যাওয়া হয় নিগমবোধ ঘাটে। শেষকৃত্য শুরুর সময়ই দেয়া হয় তোপধ্বনি।

গত শনিবার ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এ বর্ষীয়ান নেতার জীবনাবসান হয়। নরেন্দ্র মোদির বিগত সরকারের অর্থমন্ত্রী অরুণ জেটলির বয়স হয়েছিল ৬৬ বছর।

পাঁচ বছর অর্থ ও প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব সামলানোর পর অসুস্থতার কারণে নিজেই মোদির কাছে এবারের সরকারে না থাকার ইচ্ছা জানিয়েছিলেন তিনি। একই কারণে নির্বাচনও করেননি।

প্রচন্ড শ্বাসকষ্ট হওয়ায় গত ৯ অগাস্ট দিলিস্নর অল ইনডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স (এইমস) হাসপাতালে ভর্তি করা হয়েছিল অরুণ জেটলিকে।

গত বছর অর্থমন্ত্রীর দায়িত্বে থাকার সময় অরুণ জেটলির কিডনি প্রতিস্থাপন হয়েছিল।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে