logo
সোমবার, ০৩ আগস্ট ২০২০, ১৯ শ্রাবণ ১৪২৬

  অনলাইন ডেস্ক    ০৯ ডিসেম্বর ২০১৯, ০০:০০  

আমিই ইসরাইলের সবচেয়ে ভালো বন্ধু দাবি ট্রাম্পের

যাযাদি ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, 'আমিই ইসরাইলের সবচেয়ে ভালো বন্ধু।' শনিবার ফ্লোরিডায় ইসরাইলি-আমেরিকান কাউন্সিলের এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি এমন দাবি করেন। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় ইহুদি ধনকুবেররা উপস্থিত ছিলেন। সংবাদসূত্র : আল-জাজিরা

মার্কিন যুক্তরাষ্ট্রের ভোটের রাজনীতিতে গুরুত্বপূর্ণ হিসেবে ইহুদিদের উদ্দেশে ট্রাম্প বলেন, 'ইহুদি রাষ্ট্রটি হোয়াইট হাউসে আপনাদের প্রেসিডেন্ট ডোনাল্ড জে ট্রাম্পের চেয়ে ভালো কাউকে এর আগে কখনো পায়নি।' এর আগে ডেমোক্রেটদের ভোট দিয়ে ইহুদিরা ভুল করেছিল বলেও মন্তব্য করেন ট্রাম্প। এ প্রসঙ্গে তিনি ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচিত সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কথা তুলে ধরেন তার বক্তব্যে।

ট্রাম্প বলেন, 'আপনাদের অনেকেই ওবামার জন্য নির্বাচন করেছিলেন। কোনো একদিন আপনারা আমাকে এর ব্যাখ্যা দেবেন। কারণ আমি মনে করি না যে, তারা ইসরাইলকে খুব বেশি পছন্দ করে।'

উলেস্নখ্য, ফিলিস্তিনে ইসরাইলের অবৈধ বসতি নির্মাণের বিরুদ্ধে মার্কিন প্রতিনিধি পরিষদ যখন বিল পাস করেছে, ঠিক সে সময় ট্রাম্প এ ধরনের মন্তব্য করলেন। প্রতিনিধি পরিষদ দ্বিরাষ্ট্রিক পদ্ধতির পক্ষে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সকল ফিচার

রঙ বেরঙ
উনিশ বিশ
জেজেডি ফ্রেন্ডস ফোরাম
নন্দিনী
আইন ও বিচার
ক্যাম্পাস
হাট্টি মা টিম টিম
তারার মেলা
সাহিত্য
সুস্বাস্থ্য
কৃষি ও সম্ভাবনা
বিজ্ঞান ও প্রযুক্তি
close

উপরে