বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

ব্র্যাক ইউনিভার্সিটিতে অনলাইনে ওরিয়েন্টেশন

শিক্ষা জগৎ ডেস্ক য়
  ১৬ জুলাই ২০২০, ০০:০০
ব্র্যাক ইউনিভার্সিটিতে অনলাইনে ওরিয়েন্টেশন
ব্র্যাক ইউনিভার্সিটিতে অনলাইনে ওরিয়েন্টেশন

নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ করেছে ব্র্যাক ইউনিভার্সিটি। ১১ জুলাই কোভিড-১৯ মহামারির কারণে সামার-২০২০ সেমিস্টারের ভর্তি শিক্ষার্থীদের অনলাইনে ওরিয়েন্টেশন সম্প্রতি আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সূচনা সঙ্গীতের পর ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদ, কেসিএমজির জীবনের বিভিন্ন দিক ও অর্জন নিয়ে বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। সূচনা বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আবদুলস্নাহ রুবায়েত চৌধুরী। ব্র্যাক ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগ, অফিস সম্পর্কে ধারণা ও শিক্ষার্থীদের করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন তিনি। শিক্ষার্থীদের বরণ করে নেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ভিনসেন্ট চ্যাং, পিএইচডি। তিনি বলেন, 'বর্তমান অবস্থায় অনেক শিক্ষার্থীর জন্য পড়াশোনা শুরু করাটা কঠিন হবে। ব্র্যাক ইউনিভার্সিটির অনলাইন লার্নিং পস্নাটফর্ম 'বিউএক্স' এবং স্টুডেন্টস অ্যাসিস্টেন্ট ফান্ডের সদ্ব্যবহারের মাধ্যমে অত্যন্ত সূচারুরূপে দূরবর্তী শিক্ষণ অভিজ্ঞতা লাভ করা যাবে বলে আমরা আশা করছি।'

ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়ার অভিজ্ঞতা ও প্রাপ্তি তুলে ধরেন অনুষ্ঠানের বিশেষ অতিথি জনপ্রিয় গায়িকা ও অভিনয়শিল্পী সামিহা নুসরাত ও রাফিয়াথ রশীদ মিথিলা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে