logo
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২০, ২৩ আষাঢ় ১৪২৬

  মো. মাসুদ খান, প্রধান শিক্ষক ডেমরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, ডেমরা, ঢাকা   ১৯ নভেম্বর ২০১৯, ০০:০০  

নবম-দশম শ্রেণির পড়াশোনা জীববিজ্ঞান

নবম-দশম শ্রেণির পড়াশোনা জীববিজ্ঞান
প্রিয় শিক্ষার্থী, আজ জীববিজ্ঞান থেকে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেওয়া হলো।

১। জীববিজ্ঞানের জনক কে?

উত্তর : অ্যারিস্টটল

২। অ্যারিস্টটল কোন দেশের অধিবাসী ছিলেন?

উত্তর : গ্রিস

৩। জীববিজ্ঞানের প্রধান শাখা কয়টি?

উত্তর : ২টি

৪। অ্যারিস্টটল খ্রিস্টপূর্ব কত সালে জন্মগ্রহণ করেন?

উত্তর : ৩৮৪ সালে

৫। প্রকৃতি বিজ্ঞানের প্রাচীনতম শাখার নাম কী?

উত্তর : জীববিজ্ঞান

৬। জীববিজ্ঞানের কোন শাখায় ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করা হয়?

উত্তর : ইভোলিউশন

৭। জীবদেহের বাহ্যিক ও অভ্যন্তরীণ গঠন সম্পর্কে কোন শাখায় আলোচনা করা হয়?

উত্তর : মরফোলজি

৮। জীববিজ্ঞানের কোন শাখায় জিন ও বংশগতি সম্পর্কে আলোচনা করা হয়?

উত্তর : জেনেটিক্স

৯। দ্বিপদ নামকরণের প্রবর্তক কে?

উত্তর : ক্যারোলাস লিনিয়াস

১০। ক্যারোলাস লিনিয়াসের জীবনকাল লিখ।

উত্তর : ১৭০৭-১৭৭৮

১১। ক্যারোলাস লিনিয়াস কত সালে চিকিৎসাশাস্ত্রে ডিগ্রি লাভ করেন?

উত্তর : ১৭৩৫ সালে

১২। ক্যারোলাস লিনিয়াস কোন বিশ্ববিদ্যালয়ে অ্যানাটমি বিষয়ের অধ্যাপক ছিলেন?

উত্তর : উপসালা বিশ্ববিদ্যালয়ে

১৩। ইস্ট কীসের সাহায্যে বংশবৃদ্ধি করে?

উত্তর : স্পোরের সাহায্যে

১৪। মাশরুমের কোষপ্রাচীর কী দিয়ে গঠিত?

উত্তর : কাইটিন

১৫। ক্যারোলাস লিনিয়াস কত সালে দ্বিপদ নামকরণ প্রবর্তন করেন?

উত্তর : ১৭৫৩ সালে

১৬। ধানের বৈজ্ঞানিক নাম কী?

উত্তর : ঙৎুুধ ংধঃরাধ

১৭। জীবজগৎকে ছয়টি রাজ্যে ভাগ করেন কে?

উত্তর : কেলভিয়ার স্মিথ

১৮। মারগুলিস কত সালে হুইটেকারের শ্রেণিবিন্যাসকে বিস্তারিত রূপ দেন?

উত্তর : ১৯৭৪ সালে

১৯। নীলাভ সবুজ শৈবাল কোন রাজ্যের জীব?

উত্তর : মনেরা

২০। দ্বিপদ নামকরণের সবচেয়ে নিচের ধাপের নাম কী?

উত্তর : প্রজাতি

২১। বৈজ্ঞানিক নাম মুদ্রণের সময় সর্বদা কোন অক্ষরে লিখতে হয়?

উত্তর : ইটালিক

২২। পেয়াজের বৈজ্ঞানিক নাম লিখ।

উত্তর : অষরঁস পবঢ়ধ

২৩। গোল আলুর বৈজ্ঞানিক নাম লিখ।

উত্তর : ঝড়ষধহঁস :ঁনবৎড়ংঁস

২৪। আমাদের জাতীয় ফুলের বৈজ্ঞানিক নাম লিখ।

উত্তর : ঘুসঢ়যবধহড়ঁপযধষর

২৫। কলেরা জীবাণুর বৈজ্ঞানিক নাম লিখ।

উত্তর : ঠরনৎরড় পযড়ষবৎধব

২৬। আমাদের জাতীয় ফলের বৈজ্ঞানিক নাম লিখ।

উত্তর : অৎঃড়পধৎঢ়ঁং যবঃধৎড়ঢ়যুষষঁং

২৭। আমাদের জাতীয় পাখির বৈজ্ঞানিক নাম লিখ।

উত্তর : ঈড়ঢ়ংুপযঁং ংধঁষধৎরং

২৮। ম্যালেরিয়া জীবাণুর বৈজ্ঞানিক নাম লিখ।

উত্তর : চষধংসড়ফরঁস ারাধী

২৯। জীবের বৈজ্ঞানিক নামের দ্বিতীয় পদকে কী বলে?

উত্তর : প্রজাতি

৩০। ক্যারোলাস লিনিয়াস কোন গ্রন্থে জীবের দ্বিপদ নামকরণ নীতি প্রবর্তন করেন?

উত্তর : ঝুংঃবসধ ঘধঃঁৎধব

৩১। কোন রাজ্যের জীবকোষে নিউক্লিওলাস ও নিউক্লিয়ার পদার্থ অনুপস্থিত?

উত্তর : মনেরা

৩২। একটি জীবকে প্রজাতি পর্যন্ত বিন্যাসের ক্ষেত্রে মূলত ধাপ কয়টি?

উত্তর : ৭টি

৩৩। কেমোসিনথেটিক পদ্ধতিতে খাদ্য প্রস্তুত করে কোন রাজ্যের সদস্য?

উত্তর : মনেরা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close

উপরে