বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

৭ম শ্রেণির পড়াশোনা বাংলাদেশ ও বিশ্বপরিচয়

নূরমোহাম্মদ দেওয়ান, প্রধান শিক্ষক শিক্ষা নিকেতন, চাঁদপুর য়
  ০৮ ডিসেম্বর ২০১৯, ০০:০০
৭ম শ্রেণির পড়াশোনা বাংলাদেশ ও বিশ্বপরিচয়
নদীভাঙন

আজ তোমাদের জন্য বাংলাদেশ ও বিশ্বপরিচয় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো

অধ্যায়-৯

২০. কারা নানা রকম অবহেলা ও উপেক্ষার শিকার হন?

ক. যুবকরা

খ. শিশুরা

গ. প্রবীণরা

ঘ. মধ্য বয়সীরা

সঠিক উত্তর: গ. প্রবীণরা

২১. প্রবীণের কোন দিকটি সমাজের জন্য প্রয়োজনীয়?

ক. জ্ঞান ও অভিজ্ঞতা

খ. বয়স

গ. উপার্জন

ঘ. ভোট

সঠিক উত্তর: ক. জ্ঞান ও অভিজ্ঞতা।

২২. প্রবীণ বয়সের স্মৃতিভ্রমতা কোন সমস্যা?

ক. সামাজিক

খ. মনস্তাত্ত্বিক

গ. পারিবারিক

ঘ. অর্থনৈতিক

সঠিক উত্তর: খ. মনস্তাত্ত্বিক

২৩. কোনটি প্রবীণদের মধ্যে হীনম্মন্যতার সৃষ্টি করে?

ক. অন্যের ওপর নির্ভরশীলতা

খ. শারীরিক দুর্বলতা

গ. পরিবেশগত বিপর্যয়

ঘ. চিকিৎসার অপর্যাপ্ততা

সঠিক উত্তর: ক. অন্যের ওপর নির্ভরশীলতা।

২৪. হীনম্মন্যতা প্রবীণদের কোন ধরনের সমস্যা বলে তুমি মনে কর?

ক. সাংস্কৃতিক

খ. পারিবারিক

গ. সামাজিক

ঘ. মনস্তাত্ত্বিক

সঠিক উত্তর : ঘ. মনস্তাত্ত্বিক।

২৫. প্রবীণ ব্যক্তিদের সমস্যা-

র. অর্থনৈতিক

রর. সামাজিক-সাংস্কৃতিক

ররর. মনস্তাত্ত্বিক

নিচের কোনটি সঠিক?

ক. র ও রর খ ও ররর

গ. রর ও ররর ঘ. র, রর ও ররর

সঠিক উত্তর: গ. রর ও ররর

২৬. তোমার বাবার বয়স আনুমানিক ৬৫ বছর। ইদানীং তিনি চরম নিঃসঙ্গতায় ভুগছেন। এ অবস্থায় তোমার কর্তব্য কী?

ক. সঠিক পরিচর্যা ও বিশ্রামের ব্যবস্থা করা।

খ. বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া

গ. চিকিৎসার ব্যবস্থা করা

ঘ. আর্থিকভাবে সহায়তা করা

সঠিক উত্তর: ক. সঠিক পরিচর্যা ও বিশ্রামের ব্যবস্থা করা।

২৭. প্রবীণেরা মূল্যবান মানবসম্পদ। এই প্রবীণদের মর্যাদা প্রদানে প্রথম কী করা উচিত?

ক. দৃষ্টিভঙ্গির পরিবর্তন

খ. সামাজিক ব্যবস্থার পরিবর্তন

গ. রাষ্ট্রীয় নিয়ম পরিবর্তন

ঘ. আন্তর্জাতিক নিয়ম পরিবর্তন

সঠিক উত্তর: ক. দৃষ্টিভঙ্গির পরিবর্তন

২৮. পরিবার ও সমাজে প্রবীণদের কোণঠাসা অবস্থা তাদের মধ্যে কিসের জন্ম দেয়?

ক. পক্ষপাতিত্বের

খ. হীনম্মন্যতার

গ. দুর্বলতার

ঘ. নিঃসঙ্গতার

সঠিক উত্তর: খ. হীনম্মন্যতার

২৯. প্রবীণ বয়সে কী ধরনের সমস্যা সৃষ্টি হয়?

ক. স্মৃতিশক্তি বাড়ে

খ. রোগব্যাধি বাসা বাঁধে

গ. দৃষ্টিশক্তি বাড়ে

ঘ. শ্রবণশক্তি বাড়ে

সঠিক উত্তর: খ. রোগব্যাধি বাসা বাঁধে

নিচের অনুচ্ছেদটি পড়ে ৩০ ও ৩১ নম্বর প্রশ্নের উত্তর দাও।

আরিফ সেরা কুস্তিগির ছিলেন। পরিবার ও সমাজে তার যশ-খ্যাতি ছিল অনেক। বয়সের ভারে তিনি

এখন ভারাক্রাস্ত। ছেলেমেয়েরা নিজ নিজ পরিবার ও সস্তানসন্ততি নিয়ে ব্যস্ত। সমাজের মানুষও তাকে আর তেমন গুরুত্বের সঙ্গে নেয় না।

৩০. উন্নত ও অনুন্নত রাষ্ট্রে আরিফের মতো বয়সীদের অধিকার প্রাপ্তিতে কী আছে?

ক. পার্থক্য আছে

খ. পার্থক্য নেই

গ. সমান সুযোগ-সুবিধা

ঘ. সামান্য পার্থক্য বিদ্যমান

সঠিক উত্তর: ক. পার্থক্য আছে

৩১. আরিফের ক্ষেত্রে প্রযোজ্য-

র. তিনি যৌবনকালে অবদান রেখেছেন

রর. তিনি মূল্যবান মানবসম্পদ

ররর. তিনি সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি

নিচের কোনটি সঠিক?

ক. র খ. রর

গ. ররর ঘ. র ও ররর

সঠিক উত্তর: ক. র

৩২. আমাদের দেশে কোনটির কারণে অনেকে সর্বস্বান্ত হন?

ক. নদীভাঙন

খ. ভূমিকম্প

গ. অগ্নুৎতপাত

ঘ. দাবানল

সঠিক উত্তর: ক. নদীভাঙন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে