সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

নবম ও দশম শ্রেণির পড়াশোনা

তাহের সিদ্দিকী, শিক্ষক আগ্রাণ উচ্চ বিদ্যালয়, নাটোর
  ১৯ আগস্ট ২০১৮, ০০:০০
নবম ও দশম শ্রেণির পড়াশোনা

র্ সম্বন্ধ পদের প্রকারভেদ

সম্বন্ধ পদ বহু প্রকারের হতে পারে।

1

যেমন :

ঢ) অভেদ সম্বন্ধ : জ্ঞানের আলোক, দুঃখের দহন

ণ) উপমান-উপমেয় সম্বন্ধ : ননীর পুতুল, লোহার শরীর

ত) বিশেষণ সম্বন্ধ : সুখের দিন, যৌবনের চাঞ্চল্য

থ) নিধার্রণ সম্বন্ধ : সবার সেরা, সবার ছো

১. কতৃর্ সম্বন্ধ : রাজার হুকুম।

২. কমর্ সম্বন্ধ : প্রভুর সেবা, সাধুর দশর্ন

৩. কারক সম্বন্ধ : চোখের দেখা, হাতের লাঠি

৪. অপাদান সম্বন্ধ : বাঘের ভয়, বৃষ্টির পানি

৫. অধিকরণ সম্বন্ধ : ক্ষেতের ধান, দেশের লোক

র্ সম্বোধন পদ

‘সম্বোধন’ শব্দটির অথর্ আহবান। যাকে সম্বোধন বা আহবান করে কিছু বলা হয় তাকে সম্বোধন পদ বলে। যেমন : ওহে মাঝি, আমাকে পার করো। সুমন, এখানে এসো।

বিশেষ দ্রষ্টব্য বা জ্ঞাতব্য : সম্বোধন পদ বাক্যের অংশ। কিন্তু বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে কোনো সম্বন্ধ থাকে না বলে সম্বোধন পদ কারক নয়।

১. অনেক সময় সম্বোধন পদের পূবের্ ওগো, ওরে, হে, ওগো, অয়ি প্রভৃতি অব্যয়বাচক শব্দ বসে সম্বোধনের সূচনা করে।

যেমন : ‘ওগো, তোরা জয়ধ্বনি কর।’ ‘ওরে, আজ তোরা যাসনে ঘরের বাহিরে।’ ‘অয়ি নিরমল উষা, কে তোমাকে নিরমিল?’

২. অনেক সময় সম্বন্ধসূচক অব্যয়টি কেবল সম্বোধন পদের কাজ করে থাকে।

৩. সম্বোধন পদের পরে অনেক বিস্ময়সূচক চিহ্ন স্থানে কমা (,) চিহ্নের প্রয়োগই বেশি হয়।

যেমন : ওরে খোকা, যাবার সময়ে একটা কথা শুনে যাস্।

র্ অনুসগের্র সংজ্ঞা ও সংখ্যা

বাংলা ভাষায় যে অব্যয় শব্দগুলো কখনো স্বাধীন পদ রূপে আবার কখনো শব্দ বিভক্তির ন্যায় বাক্যে ব্যবহৃত হয়ে বাক্যের অথর্ প্রকাশে সাহায্য করে তাদের অনুসগর্ বা কমর্প্রবচনীয় বলে। অনুসগর্গুলো কখনো প্রাতিপদিকের পরে ব্যবহৃত হয় আবার কখনো ‘কে’ ও ‘র’ বিভক্তিযুক্ত শব্দের পরে বসে।

যেমন :

বিনা: দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহীতে? (প্রাতিপদিকের পরে)

সনে: ময়ূরীর সনে নাচিছে ময়ূর। (ষষ্ঠী বিভক্তিযুক্ত শব্দের পরে)

দিয়ে : তোমাকে দিয়ে আমার চলবে না। (দ্বিতীয়ার ‘কে’ বিভক্তিযুক্ত শব্দের পরে)

র্ অনুসগের্র সংখ্যা

বাংলা ভাষায় বহু অনুসগর্ আছে।

যেমন : প্রতি, বিনা, বিহনে, সহ, ওপর, অবধি, হেতু, মধ্যে, মাঝে, পরে, ভিন্ন, বই, ব্যতীত, জন্যে, জন্য, পযর্ন্ত, অপেক্ষা, সহকারে, তরে, পানে, নামে, মতো, নিকট, অধিক, পক্ষে, দ্বারা, দিয়া, দিয়ে, কতৃর্ক, সঙ্গে, হইতে, হতে, থেকে, চেয়ে, পাছে, ভিতর/ভেতর ইত্যাদি।

এদের মধ্যে দ্বারা, দিয়া/দিয়ে, কতৃর্ক হইতে/হতে, চেয়ে, অপেক্ষা, মধ্যে প্রভৃতি কয়েকটি অনুসগর্ বিভক্তিরূপে ব্যবহৃত হয়। কারক প্রকরণে এদের উদাহরণ সন্নিবিষ্ট হয়েছে।

র্ অনুসগের্র প্রয়োগ

১. বিনা/বিনে : কতৃর্কারকের সঙ্গে-তুমি বিনা/বিনে আমার কে আছে?

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে