সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

কাতার-সৌদিতে নারীর চুল ওড়ানো নৃত্যে ট্রাম্পকে স্বাগত: কারণ জানেন কি?

যাযাদি ডেস্ক
  ১৯ মে ২০২৫, ০৯:৩৭
কাতার-সৌদিতে নারীর চুল ওড়ানো নৃত্যে ট্রাম্পকে স্বাগত: কারণ জানেন কি?
মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানাতে কাতার-সৌদিতে গালিচার দুই পাশে নানা ভঙ্গিমায় মাথার চুল উড়াচ্ছেন একঝাঁক নারী

হেঁটে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দুই পাশে হাঁটছেন কাতারের প্রেসিডেন্টসহ উর্ধ্বতন কর্তা ব্যক্তিরা।

মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানাতে কাতার-সৌদিতে গালিচার দুই পাশে নানা ভঙ্গিমায় মাথার চুল উড়াচ্ছেন একঝাঁক নারী। তাদের পরনেও সাদা রঙের পোশাক।

1

ডোনাল্ড ট্রাম্পকে এমন রীতিতে স্বাগত জানানোর ভিডিও প্রকাশ্যে আসার পর বেশ চর্চায় পরিণত হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় একেকজন একেকরকম মন্তব্য করছেন। অনেকে আবার জানতে চেয়েছেন এতগুলো নারী এমন করছেন কেন?

এর সংক্ষিপ্ত জবাব— এটি একটি ঐতিহ্যবাহী নাচ; যার নাম আল-আয়ালা।

এটি পরিবেশন করে মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানানো হয়। চলুন এই নাচের আদ্যোপান্ত জেনে নিই—

ইউনেস্কো তাদের ওয়েবসাইটে জানিয়েছে, আল-আয়ালা জনপ্রিয়-অভিব্যক্তিপূর্ণ একটি সাংস্কৃতিক পরিবেশনা।

উত্তর-পশ্চিম ওমান, সমগ্র সংযুক্ত আরব আমিরাতে এটি প্রচলিত।

এই পরিবেশনার সঙ্গে জড়িত রয়েছে গান-কবিতা, ড্রাম মিউজিক এবং নৃত্য।

যা একটি যুদ্ধের দৃশ্যের অনুকরণ করে থাকে।

এ পরিবেশনার জন্য প্রায় ২০ জন পুরুষ দুটি সারিতে মুখোমুখি দাঁড়ায়।

বর্শা বা তরবারি বোঝাতে তাদের হাতে থাকে পাতলা বাঁশের লাঠি (কঞ্চির মতো)।

দুই সারির মাঝে সংগীতশিল্পীরা ছোট-বড় ঢোল, খঞ্জনি এবং পিতলের সিম্বাল (ঝাঁজি) বাজায়, গান গায়।

মাঝে মাঝে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে।

সংযুক্ত আরব আমিরাতে মেয়েরা ঐতিহ্যবাহী পোশাক পরে সামনে দাঁড়িয়ে তাদের লম্বা চুল এদিক-ওদিক ছুঁড়ে মারে।

এই যে গান গাওয়া হয় তাতে পুনরাবৃত্তিমূলক ধাঁচে সাতটি সুর রয়েছে।

উপলক্ষ অনুসারে উচ্চারিত কবিতা পরিবর্তিত হয়। ওমানের সালতানাত এবং সংযুক্ত আরব আমিরাতে বিয়ে এবং অন্যান্য উৎসবে আল-আয়ালা পরিবেশিত হয়।

এতে অংশ নেওয়া শিল্পীরা বিভিন্ন গোষ্ঠীর এবং বিভিন্ন বয়সের হয়ে থাকেন। তবে এতে যে প্রধান শিল্পী, তিনি সাধারণত উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত।

অন্যান্য অভিনয়শিল্পীদের প্রশিক্ষণ দিয়ে থাকেন। আল-আয়ালা সব বয়সি নারী-পুরুষ এবং শ্রেণির মানুষের জন্য।

বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, এই নাচ ও গান বেদুইন সংস্কৃতিতে ছিল পুরুষদের পক্ষ থেকে দেওয়া সুরক্ষার প্রতি মেয়েদের বিশ্বাস ও আস্থা প্রকাশের একটি উপায়।

শতাব্দী ধরে কাতার, সৌদি আরব ও বাহরাইনের মতো দেশে এই আল-আয়ালা নাচ নিয়মিত হয়ে আসছে।

তবে সংযুক্ত আরব আমিরাতে নারীরা চুল উড়িয়ে নৃত্যটি পরিবেশন করে থাকেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে