সোমবার, ১৯ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

কণ্ঠশিল্পী গায়ত্রী হাজারিকা আর নেই

যাযাদি ডেস্ক
  ১৯ মে ২০২৫, ০৯:৪২
আপডেট  : ১৯ মে ২০২৫, ১০:৪০
কণ্ঠশিল্পী গায়ত্রী হাজারিকা আর নেই
গায়ত্রী হাজারিকা। ছবি: সংগৃহীত

ভারতের আসামি সংগীত অঙ্গন হারালো তাদের এক প্রিয় কণ্ঠ, গায়ত্রী হাজারিকা আর নেই।

কোলন ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন লড়াই করে অবশেষে শুক্রবার (১৬ মে) গুয়াহাটির নেমকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

1

মৃত্যুকালে তার বয়স ছিল ৪৪ বছর। প্রখ্যাত এই কণ্ঠশিল্পীর মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে সংগীতজগত, সহকর্মী ও ভক্তমহলে।

আসামি সংগীত অঙ্গন হারালো তাদের এক প্রিয় কণ্ঠ, গায়ত্রী হাজারিকা আর নেই।

কোলন ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন লড়াই করে অবশেষে শুক্রবার (১৬ মে) গুয়াহাটির নেমকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তার বয়স ছিল ৪৪ বছর। প্রখ্যাত এই কণ্ঠশিল্পীর মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে সংগীতজগত, সহকর্মী ও ভক্তমহলে।

পিঙ্কভিলার প্রতিবেদন থেকে জানা যায়, নেমকেয়ার হাসপাতালের পরিচালক ডা. হিতেশ বরুয়া গণমাধ্যমকে জানান, তিনদিন আগে গায়ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেয়া হয়।

তবে শুক্রবার দুপুর ২টা ১৫ মিনিটে তিনি মারা যান।

তার মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানাতে থাকেন সহকর্মী, ভক্ত ও বিশিষ্টজনেরা। চলচ্চিত্র নির্মাতা আইমি বরুয়া এক্স-এ লেখেন, গায়ত্রী হাজারিকার গায়কী আসামের সংগীতপ্রেমীদের হৃদয়ে চিরকাল গেঁথে থাকবে। তার প্রস্থান একটি অপূরণীয় ক্ষতি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে