বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

বাল্যবিবাহের দায়ে শ্রীঘরে বর

  ১৯ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০
বাল্যবিবাহের দায়ে শ্রীঘরে বর

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে বাল্যবিবাহের অপরাধে বরকে ১০ দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় উভয় পক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার রাতে পৌরসভার নারিকেল বাড়ি শটিবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, উপজেলার হাতিয়া ইউনিয়নের কামারটারী গ্রামের নুর ইসলামের ছেলে আরিফুল ইসলাম আরিফের (২২) সঙ্গে শটিবাড়ি গ্রামের এক স্কুলছাত্রীর (১৪) বিয়ের দিন নির্ধারণ করা হয়। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেল সুলতান জুলকার নাইন কবির বিয়ে বাড়িতে অভিযান চালান। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বাল্যবিবাহের অপরাধে বর আরিফুল ইসলাম আরিফকে ১০ দিনের কারাদন্ড এবং বরের বাবা ও কনের বাবাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে