মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

নাম পরিবর্তনের দাবিতে অনশনে রাবি শিক্ষার্থীরা

রাজশাহী অফিস
  ২৭ ফেব্রুয়ারি ২০২০, ০০:০০
নাম পরিবর্তনের দাবিতে অনশনে রাবি শিক্ষার্থীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের নাম পরিবর্তন করে ফলিত পরিসংখ্যান করার দাবিতে অনশন করছেন বিভাগের শিক্ষার্থীরা।

বুধবার সকাল ১০টা থেকে তৃতীয় বিজ্ঞান ভবনের সামনে তারা এ কর্মসূচি শুরু করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এ কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।

দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরসহ ওই বিভাগের শিক্ষকরা তাদের বোঝানোর চেষ্টা করলেও শিক্ষার্থীরা কর্মসূচি অব্যাহত রাখেন।

প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, উপচার্য ঢাকা থেকে ফিরলে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

একই দাবিতে গত ১৬ ফেব্রম্নয়ারি থেকে শিক্ষার্থীরা বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে