বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

দামুড়হুদায়  গেন্ডারী আখ চাষে স্বাবলম্বীর চাষীরা

দামুড়হুদা (চুয়াডাঙ্গা)  প্রতিনিধি
  ০৭ মে ২০২৫, ১৫:২৮
দামুড়হুদায়  গেন্ডারী আখ চাষে স্বাবলম্বীর চাষীরা
ছবি: যায়যায়দিন

দামুড়হুদা উপজেলায় গেন্ডারী আখ চাষ দিনদিন জনপ্রিয় হয়ে উঠছে। গেন্ডারী আখ চাষ করে স্বাবলম্বী উপজেলার চাষিরা। স্বল্প খরচে অধিক লাভজনক হওয়ায় প্রতি বছর এই চাষে আগ্রহী হচ্ছেন অনেক চাষি।

স্থানীয় চাষিরা জানান, অন্যান্য ফসলের তুলনায় গেন্ডারী আখ চাষে ঝুঁকি কম এবং লাভ অনেক বেশি। উপজেলার চন্দ্রবাস, বোয়ালমারী, ছাতিয়ানতলা সহ আশেপাশের গ্রামগুলোতে এখন পুরোদমে চলছে গেন্ডারী আখ চাষ। বর্তমান বিভিন্ন জাতের গেন্ডারী আখ আসায় আগ্রহী হয়ে উঠেছেন চাষিরা।

গেন্ডারী চাষি শরিফ ও আনারুল ইসলাম জানান, রনবিলাশি জাতের গেন্ডারী আখ চাষ করে প্রতি বিঘায় বছরে প্রায ৩ লাখ টাকা পর্যন্ত বিক্রি করা হয়। মাঠ পর্যায়ে প্রতি পিচ গেন্ডারীর বাজার মূল্য ২০ থেকে ২৫ টাকা পর্যন্ত পাওয়া যায়।

তারা আরও জানান, এই ফসলে রোগবালাই কম হওয়ায় কীটনাশকের ব্যবহারও কম করতে হয়। ফলে উৎপাদন খরচ অনেকটাই কমে যায়।

উপজেলায় অনেক তরুণ চাষিও এখন গেন্ডারী চাষে ঝুঁকছেন। দামুড়হুদা উপজেলা কৃষি বিভাগ বলছে, সঠিক প্রশিক্ষণ ও সহযোগিতা পেলে এই অঞ্চলে গেন্ডারী আখ হতে পারে একটি বিপ্লবী অর্থকরী ফসল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে