টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় পাট উৎপাদনকারী চাষীদের মধ্যে ২০২৪/২০২৫ অর্থবছরে বিনামূল্যে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে ।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় বৃহস্পতিবার দুপুর ১টায় এ কর্মসূচী পালিত হয়।
উপজেলা পাট অধিদপ্তর আয়োজিত উপজেলা পরিষদ চত্বরে বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন সভাপতি উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. আবু সাঈদ, উপজেলা কৃষি অফিসার দিলশাদ জাহান, উপজেলা পাট কর্মকর্তা নূরী বেগম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাপসী শীল, উপজেলা প্রকপ্ল বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এনামুল হক, উপসহকারী কৃষি কর্মকর্তা (জামুরিয়া ইউনিয়ন), মো. রুহুল আমীন প্রমুখ।