শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বইমেলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দুটি গ্রন্থের মোড়ক উম্মোচন

জবি প্রতিনিধি
  ২৮ মার্চ ২০২১, ২০:৫৯

বইমেলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত দুটি গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। গ্রন্থ গুলো হলো বাংলা বিভাগের অধ্যাপক ড. মিল্টন বিশ্বাসের 'সাব-অল্টার্ন তত্ত্ব: উদ্ভব, বিকাশ ও প্রভাব' এবং ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোস্তফা কামালের 'বঙ্গবন্ধুর বাকশাল কর্মসূচ‌ি: কুরআন-সুন্নাহর আলোকে একটি মূল্যায়ন'।

রবিবার (২৮ মার্চ ) বিকাল ৫ টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্টল সম্মুখে এ মোড়ক উন্মোচন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে গ্রন্থসমূহের মোড়ক উম্মোচন করেন উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।

এসময় উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. অরুণ কুমার গোস্বামী, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড.নূরে আলম আব্দুল্লাহ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, সহকারী প্রক্টরবৃন্দ, শিক্ষার্থী, কর্মকর্তা, ছাত্র ও সাংবাদিক নেতৃবৃন্দ।

উল্লেখ্য ২০১৭ সাল থেকে অদ্যাবধি পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রায় ১৭টি গবেষণাধর্মী পান্ডুলিপি পুস্তক আকারে প্রকাশ কর‌েছে এবং আরো বেশ কয়েকটি পাণ্ডুলিপি প্রকাশের প্রক্রিয়াধীন আছে।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে