শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধুময় বইমেলা

রেজা মাহমুদ
  ১৬ মার্চ ২০২২, ০০:০০
আপডেট  : ১৬ মার্চ ২০২২, ০৯:৪৯

এবারের অমর একুশে গ্রন্থমেলা অনেকটাই বঙ্গবন্ধুময়। মেলার প্রতিপাদ্য থেকে শুরু করে বঙ্গবন্ধুকে নিয়ে নতুন বইয়ের সংখ্যা এবং পাঠক-দর্শনার্থীদের আগ্রহ তারই ইঙ্গিত করে। মেলার প্রথম দিন থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে স্থাপিত মুজিব কর্নারসহ কারাগারের আদলে বঙ্গবন্ধুর বই নিয়ে 'কারাগারে রোজনামচা' ঘিরে দেখা গেছে সব বয়সি মানুষের আগ্রহ। এদিকে বঙ্গবন্ধুকে নিয়ে নতুন বই প্রকাশ করেছে অধিকাংশ প্রকাশনা প্রতিষ্ঠান। মুজিব শতবর্ষ উপলক্ষে তাদের এই আয়োজন উলেস্নখ করে প্রকাশকরা জানান, এর আগে বঙ্গবন্ধুকে নিয়ে এত বই প্রকাশ হয়নি। দেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও ব্যক্তি শেখ মুজিবুর রহমান সম্পর্কে সব প্রজন্মের নাগরিককে যা বিস্তর ধারণা দেবে। মঙ্গলবার ছিল অমর একুশে গ্রন্থমেলার ২৯তম দিন। এদিনও যথারীতি পাঠক দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রে ছিল সোহরাওয়ার্দী উদ্যানে 'কারাগারের রোজনামচা'। সব প্রজন্মের দর্শনার্থী এখানে ভিড় করেন। তারা জানতে চেষ্টা করছেন বঙ্গবন্ধুর কারাগারে থাকা দিনগুলো সম্পর্কে। এছাড়াও মুজিব শতবর্ষ কর্নারে দেখা গেছে তাদের সমান আগ্রহ। কেউ ছবি তুলছেন আবার কেউ সেখানে প্রদর্শিত বই নেড়েচেড়ে দেখছেন। এ পর্যন্ত বইমেলা বঙ্গবন্ধুর উপর প্রকাশিত বইয়ের সংখ্যা ৭৩। যা এ যাবতকালে বঙ্গবন্ধুর উপর প্রকাশিত সর্বাধিক বই। এর মধ্যে সর্বাধিক ১০টি বই প্রকাশ করেছে মিজান পাবলিশার্স। প্রতিষ্ঠানটির প্রকাশিত বইয়ের মধ্যে, আ.ন.ম মিজানুর রহমান সম্পাদিত 'সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান', আসলাম রনি ও আমীরুল ইসলামের বঙ্গবন্ধুর জীবনধর্মী বই 'মুজিব উত্তাল এক মহাকাল' এবং আবদুল মতিনের 'শেখ রাসেল আমাদের অহংকার' উলেস্নখযোগ্য। এছাড়া একাধিক বই প্রকাশ করেছে, বাংলা একাডেমি, টাঙ্গন, শব্দশৈলী, পদক্ষেপ, ক্যারিয়ার পাবলিকেশন্স, স্বরবৃত্ত, অনন্যা, চন্দ্রবতী, ইত্যাদি ও আগামীসহ অধিকাংশ প্রকাশনা প্রতিষ্ঠান। এর মধ্যে বাংলা একাডেমি প্রকাশিত শামসুজ্জামান খানের 'বঙ্গবন্ধু নানা বর্ণে নানা রেখায়', ও মো. আজমত উলস্নাহ খানের বই 'বঙ্গবন্ধুর নেতৃত্বগুণ : আদর্শ ব্যক্তি ও জাতি গঠনে অনুসরণীয় দৃষ্টান্ত' উলেস্নখযোগ্য। টাঙ্গন প্রকাশিত মো. লাল মিঞা সম্পাদিত 'রংধনু', স্বরবৃত্ত প্রকাশিত 'এহছানুল মালিকীর বই '১৫ই আগস্ট ও বঙ্গবন্ধু', মিজান পাবলিশার্স প্রকাশিত রবীন্দ্র গোপের 'ছোটদের শেখ মুজিবুর রহমান' ও হাবিবুর রহমান রঙ্গু কাব্য গ্রন্থ 'উদয় খেয়া', সময় প্রকাশিত দিলীপ চক্রবর্তীর 'সক্রেটিস থেকে কার্ল মার্কস ও মহাত্মা গান্ধী থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান : তাঁদের স্মরণীয় বিচার কথা' ও মুনতাসীর মামুনের বঙ্গবন্ধুর জীবন : মুক্তির অভিযাত্রা (৫ম খন্ড), আফরোজা পারভীনের বই ভাষা আন্দোলনে বঙ্গবন্ধু ও আবদুর রহিম শেলী বঙ্গবন্ধুর লক্ষ পাতার ইতিহাস ছিল পাঠক চাহিদার শীর্ষে। সময় প্রকাশনীর প্রকাশক ফরিদ আহমেদ বলেন, এবারের বইমেলা মূলত বঙ্গবন্ধুকেই উৎসর্গ করা হয়েছে। তাই তাদের মতো অনেক প্রকাশনাই বঙ্গবন্ধুবিষয়ক বইয়ে বিশেষ গুরুত্বারোপ করেছে। এর আগে কোনো মেলায় বঙ্গবন্ধুর উপর এত বই প্রকাশিত হয়নি। এটা আমাদের মতো প্রকাশকদের জন্য অনেক আনন্দের বিষয়। বর্তমান প্রজন্মের অনেকেই বঙ্গবন্ধুকে নিয়ে লেখা এসব বই সংগ্রহ করছেন। যা আমাদের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সম্পর্কে তাদের বিস্তর ধারণা দেবে। এদিকে মঙ্গলবার অমর একুশে বইমেলার ২৯তম দিনে নতুন বই এসেছে ১২১টি। বিকেলে বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ভাষাসংগ্রামী অজিত কুমার গুহ : জীবন ও কর্ম শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন হাসান ইমাম মজুমদার। আলোচনায় অংশগ্রহণ করেন জাফর ওয়াজেদ, মোহাম্মদ জয়নুদ্দীন এবং রাজীব সরকার। সভাপতিত্ব করেন বেগম আকতার কামাল। প্রাবন্ধিক বলেন, পূর্ববাংলার সাহিত্য, সংস্কৃতি ও ইতিহাসে অবিস্মরণীয় নাম অজিত কুমার গুহ। শিক্ষা ও সংস্কৃতির বিকাশে, মানবতার মূল্যবোধ ও সত্যকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমৃতু্য লড়াই করে ইতিহাসে নিজের আসন সুপ্রতিষ্ঠিত করেছেন তিনি। প্রগতিশীল চিন্তার বাহক, মুক্তমনের অধিকারী, আপসহীন, দৃঢ়চেতা, আদর্শবাদী, বুদ্ধিজীবী, বাগ্মী, শিক্ষাবিদ প্রভৃতি যে বিশেষণেই বিশেষিত করা হোক না কেন, তার অন্যতম প্রধান পরিচয় ভাষাসংগ্রামী অজিত কুমার গুহ। যে কোনো রাষ্ট্রিক-সামাজিক বিপর্যয়ে ভাষা-আন্দোলনের সক্রিয় কর্মী অধ্যাপক অজিত কুমার গুহ'র সাহসী অবস্থান লক্ষণীয়। লেখক বলছি অনুষ্ঠানে নিজের বই নিয়ে আলোচনা করেন আহমাদ মোস্তফা কামাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে