রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

“শ্রাবণ শোকের কবিতা আসর” 

কক্সবাজার প্রতিনিধি
  ০৭ আগস্ট ২০২৩, ১০:৪৩
“শ্রাবণ শোকের কবিতা আসর” 
“শ্রাবণ শোকের কবিতা আসর” 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, ও বিদ্রোহী কবি নজরুল ইসলাম এর স্মৃতিতর্পণে এক ঝাঁক কবির উপস্থিতিতে কক্সাজারে অনুষ্ঠিত হলো “শ্রাবণ শোকের কবিতা আসর”।

শনিবার ৫ আগষ্ট সন্ধ্যা ৬টায কক্সবাজার পৌরসভার মিলনাযতনে কবি মানিক বৈরাগীর সভাপতিত্বে এবং কবি অন্তিক চক্রবর্তী’র সঞ্চালনায অনুষ্ঠিত হয় এ কবিতা আসর।

অনুষ্ঠানে আলোচনা ও কবিতা পাঠ করেন মূল্যাযন সম্পাদক কবি অমিত চৌধূরী,কবি আসিফ নূর ,কবি ও প্রাবন্ধিক আলম তৌহিদ, শিশু বিষযক কর্মকর্তা আহসানুল হক, সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সভাপতি খোরশেদ আলম, শ্রুতি আবৃত্তি অঙ্গনের সভাপতি প্রতিভা দাশ, অধ্যাপক নীলোৎপল বডুযা , জেলা খেলাঘরের সাধারণ সম্পাদক এমজসীম উদ্দীন, কবি রিদুযান আলী, সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক মনির মোবারক, আবৃত্তিকার মিনহাজ চৌধুরী, ঋতিল মনিষা, কালাম আজাদ, মোস্তাক মুসা, পলাশ দাশ, নিধু ঋষি, রুমি মল্লিক, জযনাব রহমান জুই, স্বরুপ চক্রবর্তী , সিদরাতুল মুনতাহা বর্ণ, আফিফা উলফা সহ অসংখ্য নবীণ প্রবীণ কবি ও সাহিত্যিক।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে