রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

শ্রীমঙ্গলে সংগীতের আসর "শ্রাবণ ধারা"

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
  ০৮ আগস্ট ২০২৩, ০৯:৫৫
শ্রীমঙ্গলে সংগীতের আসর
শ্রীমঙ্গলে সংগীতের আসর "শ্রাবণ ধারা"

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এর ৮২তম প্রয়াণ দিবস উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে আলোচনা, আবৃত্তি ও রবীন্দ্র সংগীতের আসর " শ্রাবণ ধারা" ।

সোমবার (৭ আগস্ট) সন্ধ্যায় শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে শ্রীমঙ্গল সাংস্কৃতিক একাডেমীর আয়োজনে ও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন কবি প্রফেসর নৃপেন্দ্র লাল দাস।

শ্রীমঙ্গল সংস্কৃতিক একাডেমির সভাপতি সাংবাদিক বিকুল চক্রবর্তীর সভাপতিত্বে অতিথি হিসেবে ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সন্দ্বীপ কুমার তালুকদার, স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগের প্রাক্তন পরিচালক ডা: হরিপদ রায়, বাংলাদেশ বেতারের গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক বুলবুল আনাম চৌধুরী, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, উপজেলা প্রেসক্লাবের কার্যকরী সভাপতি শামীম আক্তার হোসেন ও আবৃত্তি শিল্পী দেবাশীষ চৌধুরী রাজা।

এ সময় উপস্থিত ছিলেন দেবব্রত দত্ত হাবুল, প্রসেনজিৎ রায়, শ্যামল আচার্য, উপজেলা মহিলা আ'লীগের সাধারণ সম্পাদক রিনা সরকার, কবি সঞ্জিত বিশ্বাস, সাংবাদিক শফিকুল ইসলাম রুম্মন, শিমুল তরফদার, রাসেল আহমেদ ও যন্ত্রশিল্পী মলয় দত্ত প্রমূখ।

অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন সংগীত শিক্ষক কৃষ্ণা সূত্রধর , জয়া শ্যাম, শেলী সূত্রধর ও উল্লাস দেবনাথ।

আবৃত্তি করেন বিশিষ্ট আবৃত্তি শিল্পী দেবাশীষ চৌধুরী রাজা।

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে