বুধবার, ০২ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

গুলশানে গ্লোরিয়া জিন্সের সামনে গুলি, আটক ২

যাযাদি ডেস্ক
  ১৫ জানুয়ারি ২০২৩, ১৮:২৫
গুলশানে গ্লোরিয়া জিন্সের সামনে গুলি, আটক ২
গুলশানে গ্লোরিয়া জিন্সের সামনে গুলি, আটক ২

রাজধানীতে লেনদেনকে কেন্দ্র করে গুলশানে গ্লোরিয়া জিন্স কফিস বাংলাদেশ নামে একটি রেস্টুরেন্টের সামনে গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুইজনকে আটক করেছে পুলিশ।

এ বিষয়ে পুলিশ জানায়, প্রাথমিকভাবে জানা গেছে লেনদেনকে কেন্দ্র করে এ গুলির ঘটনা ঘটে।

রোববার (১৫ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান বিভাগের উপ-কমিশনার মো. আব্দুল আহাদ।

তিনি বলেন, রোববার বিকেল ৪টার দিকে গ্লোরিয়া জিন্স নামক রেস্টুরেন্টের সামনে গুলির ঘটনা ঘটে। একজন আরেকজনকে গুলি করেছেন। আমরা দুইজনকেই হেফাজতে নিয়েছি।

ডিসি বলেন, তাদের আগ্নেয়াস্ত্রের বৈধতা, নাম পরিচয় যাচাই করা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, লেনদেনকে কেন্দ্র করে গুলির ঘটনার সূত্রপাত। বিস্তারিত পরে জানানো হবে। গুলশানে গুলির ঘটনায় আমরা কাজ করছি এ বিষয়ে বিস্তারিত তদন্তের পর ভালোভাবে জানা যাবে।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে