বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিলেটে অঙ্গহানীর ঘটনায় ডাক্তারের বিরুদ্ধে রোগীর মামলা

সিলেট অফিস
  ০৫ মার্চ ২০২৩, ১১:২২
ছবি: সংগৃহীত

সিলেটের কোতোয়ালি থানায় রোগীর বাম হাতের অপারেশন করতে গিয়ে কিডনি কেটে ফেলার ঘটনায় ৫ জনের বিরুদ্ধে মানব দেহে অঙ্গ সংযোজন আইনে একটি মামলা (নং ৫) রুজু করা হয়েছে। গত শুক্রবার রাতে কানাইঘাটের ফতেহগঞ্জের মজম্মিল আলীর ছেলে খসরু মিয়া বাদী হয়ে মামলাটি রুজু করেন।

মামলার এজাহারে বলা হয়, গাছ থেকে পড়ে বাম হাতের হাড় ভেঙেছিলেন খসরু মিয়া। চিকিৎসার জন্য জৈন্তাপুরের মা মার্কেটের ডাক্তার কাউছার আহমদের কাছে যান। সেই ডাক্তার তার অপারেশন করতে তাকে নিয়ে যান সিলেট ওসমানী মেডিকেলের ৫ম তলার একটি কক্ষে। সেখানে গত ১৭ নভেম্বর সকাল ৭টায় আরও কয়েকজন মিলে তার অপারেশন করেন। পরে রোগী খসরু দেখতে পান তার বাম হাতের সঙ্গে কিডনির উপরেও অপারেশনের দাগ। পরে তিনি বুঝতে পারেন তার কিডনি কেটে ফেলা হয়েছে।

এ বিষয়ে সিলেট কোতোয়ালি থানার ওসি আলী মাহমুদ বলেন, এ ঘটনায় রোগী কয়েকজনকে আসমি করে মামলা করেছেন। যারা তাকে ওসমানী হাসপাতালে এনেছিলেন অপারেশন করতে। তাদের বিরুদ্ধে মামলা রুজুসহ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে