সোমবার, ০৭ জুলাই ২০২৫, ২২ আষাঢ় ১৪৩২

নোয়াখালী জেলা বিএনপির সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার, নোয়াখালী
  ০৬ জুলাই ২০২৫, ২৩:০৩
নোয়াখালী জেলা বিএনপির সংবাদ সম্মেলন
জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে মতবিনিময় সভায় লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ। 

বিএনপির বিরুদ্ধে একটি রাজনৈতিক গোষ্ঠী অপপ্রচারে লিপ্ত হয়েছে বলে অভিযোগ করেছে নোয়াখালী জেলা বিএনপি।

অপপ্রচারকারী গোষ্ঠী পরিকল্পিত ঘটনা ঘটিয়ে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ওপর দায় চাপানোর চেষ্টা করছে বলে অভিযোগ জেলা বিএনপির নেতাদের।

রোববার জেলা বিএনপির নেতৃবৃন্দ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ অভিযোগ করেন। দুপুরে জেলা আইনজীবি মিলনায়তনে জেলা বিএনপি এ মতবিনিময় সভা আয়োজন করে।

মতবিনিময় সভায় জেলা বিএনপির নেতৃবৃন্দ বলেন- কোন দখলদার, চাঁদাবাজ, সন্ত্রাসী, কিশোরগ্যাংয়ের সঙ্গে বিএনপির সম্পর্ক নেই। এসব অপকর্মের সঙ্গে জড়িতদের বিষয়ে জেলা বিএনপি জিরো টলারেন্স নীতি অনুসরন করছে।

এ সময় সাংবাদিকদের প্রকৃত ঘটনা তুলে ধরার এবং কোন বিষয়ে সত্যানুসন্ধান না করে বিএনপির বিরুদ্ধে যেন মিডিয়া ট্রায়াল না হয় সেদিকে খেয়াল রাখার আহবান জানান জেলা বিএনপির নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় দলকে গুছিয়ে নিয়ে তৃণমূল পর্যায় থেকে সঠিক নেতৃত্ব গঠনে এবং বিএনপির বিরুদ্ধে সকল মিথ্যা অপপ্রচার রোধে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন নেতৃবৃন্দ।

এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন নেতৃবৃন্দ।

জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর সভাপতিত্বে মতবিনিময় সভায় লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ।

বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট এবিএম জাকারিয়া ও চট্টগ্রাম বিভাগীয় কৃষক দলের সভাপতি রবিউল হাসান পলাশ।

এসময় জেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম হায়দার বিএসসি, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সালাউদ্দিন কামরানসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে