শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

রাজধানীর বাড্ডায় আগুন

যাযাদি ডেস্ক
  ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১০:৫৫
রাজধানীর বাড্ডায় আগুন

রাজধানীর বাড্ডার সুবাস্তু টাওয়ারের বিপরীত পাশে কাঠের দোকানে লাগা আগুন নিভেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় প্রায় তিন ঘণ্টা পর আগুন নিভে যায়। আগুনে অন্তত ১০-১২টি দোকান পুড়ে ছাই গেছে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সোমবার রাত ৩টা ৫৭ মিনিটে সুবাস্তু টাওয়ারের বিপরীত পাশে কয়েকটি দোকানে আগুন লাগার খবর পান তারা। পরে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। কিছু সময় পর আরও দুটি ইউনিট যোগ দেয়। প্রায় তিন ঘণ্টারও মতো চেষ্টা চালানোর পর সকাল সাতটার দিয়ে আগুন নেভাতে সক্ষম হন তারা।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক আগুন লাগার খবর নিশ্চিত করলেও আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত চারটার কিছু আগে সুবাস্তু টাওয়ারের বিপরীত পাশে থাকা একটি কাঠের দোকানে আগুন লাগে। পরে আগুন দ্রæত পাশের দোকানগুলোতেও ছড়িয়ে পড়ে। দোকানগুলো লাগোয়া অনেক ভবন থাকায় ভবনগুলোতে আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এদিকে অগ্নিকাণ্ডে ঘটনায় ভোর থেকেই সড়কটি দিয়ে যান চলাচল ব্যাহত হচ্ছে। সকাল সাতটা পর্যন্ত শাহজাদপুর থেকে লিঙ্ক রোড পর্যন্ত এলাকায় তীব্র যানজট দেখা দিয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে