রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নারীর জন্মগত অধিকার পিতা-মাতার সম্পত্তিতে সমান অধিকার: গণতন্ত্রী পার্টি

যাযাদি ডেস্ক
  ০৯ মার্চ ২০২৪, ১৪:৫১

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গণতন্ত্রী পার্টির সহযোগী সংগঠন জাতীয় নারী ঐক্যের উদ্যোগে জাতীয় নারী ঐক্যের সভাপতি সংসদ সদস্য কানন আরা বেগম এর সভাপতিত্বে ‘নারীর জন্মগত অধিকার’ শীর্ষক আলোচনা সভা শুক্রবার (৮ মার্চ) পুরানা পল্টনস্থ গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় সভাপতি ডা. শাহাদাত হোসেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পার্টির সাধারণ সম্পাদক প্রকৌশলী কামরুল আহসান খান পারভেজ, নারীর জন্মগত অধিকার শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মেহেরুন নেসা।

সভা পরিচালনা করেন গণতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জাতীয় নারী ঐক্যের সাধারণ সম্পাদক এড. আক্তার জাহান স্বপ্না। আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য হাসিনা বেগম, কেন্দ্রীয় সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা মহানগর কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. এম.এ গনি, আনিসুর রহমান কচি, কে.জি মহিউদ্দিন বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস কবির, মিনহাজ উদ্দিন সেলিম, কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীর সদস্য ইদ্রিস আলী মোল্লা, মো. নজরুল ইসলাম, ইব্রাহিম জুয়েল, আজিজুর রহমান মহাজন প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য রাখেন গণতন্ত্রী পার্টির সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য, ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাদি’র কন্যা পারুল আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে ডা শাহাদাত হোসেন বলেন, একটি বৈষম্যহীন সমাজ বিনির্মাণের স্বার্থেই নারীর ক্ষমতায়ন করতে হবে। নারীর জন্মগত অধিকার আছে পূর্ণ মানুষের মর্যাদা লাভের।

প্রধান আলোচক প্রকৌশলী কামরুল আহসান খান বলেন, ২০২৪ সালে আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য বিষয় নারীর "সম-অধিকার, সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ" গণতন্ত্রী পার্টি নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে এবং কার্যে পরিণত করে। জীবনের প্রতিটি ক্ষেত্রে নারীর জন্মগত অধিকার ও মর্যাদা দিতে গণতন্ত্রী পার্টি রাজনৈতিকভাবে অঙ্গীকারবদ্ধ। নির্বাচন কমিশন ঘোষিত রাজনৈতিক দলের কমিটি গঠনে ৩৩% নারীর অন্তর্ভূক্তি নিশ্চিত করতে গণতন্ত্রী পার্টি কাজ করে যাচ্ছে।

সভাপতির বক্তব্যে কানন আরা বেগম এম.পি বলেন, জাতিসংঘ ঘোষিত নারীর অধিকার ও ক্ষমতায়ন নিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। পিতা-মাতার সম্পত্তিতে নারীর সমান উত্তরাধিকার নিশ্চিত করতে হবে, এটাই নারীর জন্মগত অধিকার।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে