সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১

রাজধানীতে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের গণমিছিল

যাযাদি ডেস্ক
  ০২ আগস্ট ২০২৪, ১৫:০৭
ছবি-সংগৃহীত

কোটা সংস্কার আন্দোলনে হত্যাকাণ্ডে দায়ীদের বিচারের দাবিতে রাজধানীতে গণমিছিল করেছে বেসরকারি কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনী সাধারণ শিক্ষার্থীদের গ্রেফতার ও হয়রানি করছে।

শুক্রবার (২ আগস্ট) সকালে রাজধানীর প্রগতি সরণিতে ব্র্যাক ও ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সম্মিলিতভাবে গণমিছিল করে। শান্তিপূর্ণ এ আয়োজন থেকে শিক্ষার্থীদের নিরাপত্তার দাবি জানানো হয়।

মিছিলে আসা শিক্ষার্থীরা অভিযোগ করেন, সরকার বারবার শিক্ষার্থীদের গ্রেফতার না করার প্রতিশ্রুতি দিলেও সেটা মানছে না আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেফতার ও হয়রানি বন্ধ না হলে আন্দোলন অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে