শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ২৯ ভাদ্র ১৪৩১

উত্তরায় বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষ, সাউন্ড গ্রেনেড-কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ

বিমানবন্দর/দক্ষিণখান প্রতিনিধি
  ০২ আগস্ট ২০২৪, ১৮:১৭
আপডেট  : ০২ আগস্ট ২০২৪, ২০:২১
ছবি-সংগৃহীত

ঢাকার উত্তরায় বিক্ষোভকারী সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। একপর্যায়ে পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এতে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

শুক্রবার (২ আগস্ট) বিকাল ৫টার দিকে উত্তরা ১১ নম্বর সেক্টরে মাইলস্টোন কলেজের সামনে এ ঘটনা ঘটে।

এসময় পুলিশের গুলিতে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী তাহমিদ হুজাইফা গুলিবিদ্ধ ও উত্তরা ১১নং সেক্টরের ১নং রোডে অবস্থিত ভুবন লন্ড্রি হাউজের মালিক দুলাল হাওলাদার গুলিবিদ্ধ হয়েছেন।

এদিকে ছাত্রদের দিকে একজনকে গুলি করতে দেখা যাচ্ছে । গুলি করা ব্যক্তির মাথায় হেলমেট দেখা যায়। এই চিত্রটি ইতোমধ্যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে ।

বিভিন্ন ভাবে ২/১ জনের মৃত্যু সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েও পড়লেও নির্ভরযোগ্য সূত্র থেকে এর সত্যতা এখনও পাওয়া যায় নাই ।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আজ গণমিছিল কর্মসূচির ডাক দিয়েছিল। তাদের এই কর্মসূচি সামনে রেখে পুলিশ ও আওয়ামী লীগের সমর্থকেরা উত্তরা ১১নম্বর সেক্টরের জমজম টাওয়ারের সামনে অবস্থান নেয়। অন্যদিকে শিক্ষার্থীরা মাইলস্টোন কলেজের সামনে অবস্থান নেয়। বিকাল ৫টার দিকে আওয়ামী লীগের সমর্থকেরা মাইলস্টোন কলেজের দিকে থাকা শিক্ষার্থীদের ধাওয়া দেন। শিক্ষার্থীরাও পাল্টা ধাওয়া শুরু করেন। এ সময় পুলিশও শিক্ষার্থীদের ধাওয়া দেয় এবং গুলি, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

এসময় শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যান। এ রিপোর্ট লেখা পর্যন্ত জমজম টাওয়ারের সামনের সড়কে আওয়ামী লীগ সমর্থক ও পুলিশের অবস্থান লক্ষ্য করা গেছে। অন্যদিকে শিক্ষার্থীরা সেক্টরের বিভিন্ন সড়কে ছড়িয়ে পড়েছেন।

আন্দোলনে অংশগ্রহণকরা বেশ কয়েকজন ছাত্র-ছাত্রী বিভিন্ন বাসাবাড়িতে আশ্রয় নিয়েছে । যেখানে আওয়ামী লীগের কর্মীরা গিয়ে বিভিন্ন ভয়ভীতি দেখাচ্ছে। আটকে পড়া একজন ছাত্রের সূত্র থেকে তথ্য পাওয়া যায় ।

এর আগে সকাল থেকে ছাত্রদের ওপর গুলি করা বন্ধের প্রতিবাদে ‘ওয়ান্টস ফর জাস্টিস’ ইস্যুতে রাজউক উত্তরা মডেল কলেজের ছাত্রছাত্রী ও অভিভাবক কলেজের সামনে বিক্ষোভ মিছিল করেন।

জুম্মার নামাজ শেষে দুপুর ২টার দিকে উত্তরার বিভিন্ন স্কুল কলেজের দুইশতাধিক ছাত্র-ছাত্রী উত্তরা ৬ নং সেক্টর রাজউক মডেল কলেজের কোনায় কুয়েত মৈত্রী হাসপাতালের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন। ধীরে ধীরে বিভিন্ন শ্রেনীপেশার লোকজন ছাত্রদের মিছিলে যোগ দেওয়া শুরু করলে সড়কে টহলরত সেনাবাহিনী ও পুলিশবাহীনির সদস্যরা মিছিলে বাধা দেয়। এসময় পুলিশ মিছিলকারী ছাত্র নেতাদের কয়েক জনকে ডেকে এনে ছাত্রদের নিয়ে চলে যেতে বলে। ছাত্ররা পুলিশের বাধার মুখে মিছিল নিয়ে উত্তরা ৬ নং সেক্টর এলাকা দিয়ে হাউজ বিল্ডিং হয়ে জমজম টাওয়ারের দিকে চলে যায়।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে