বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্বর্ণের দাম ৩ গুণ হয়েছে এক যুগে

যাযাদি ডেস্ক
  ১১ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৩০

এক যুগ আগে ২০০৯ সালের আজকের দিনে সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ছিল ২৬ হাজার ৩৫১ টাকা এক যুগ পরে আজ সেই একই মানের স্বর্ণ কিনতে খরচ হচ্ছে ৭৪ হাজার ৯৯৯ টাকা অর্থাৎ গত ১২ বছরে স্বর্ণের দাম বেড়েছে ১৮৫ শতাংশ

বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, বিশ্ব বাজারে অস্থিরতার কারণে ২০০৯ সালের পর থেকে ধীরে ধীরে বাড়ছে স্বর্ণের দাম ২০১১ সালের সেপ্টেম্বরে প্রতি ভরি স্বর্ণের দাম এসে দাঁড়ায় প্রতি ভরি ৫৯ হাজার ৮৭৪ টাকা এর পর থেকে আবার কমতে থাকে ২০১৫ সালের ডিসেম্বরে এসে হয় ৪১ হাজার ২৭৬ টাকা এরপর ধারাবাহিকভাবে বেড়ে ২০২০ সালের মার্চ মাসে এসে মূল্য দাঁড়ায় ৬০ হাজার ৩৪০ টাকা এরপর লাফিয়ে লাফিয়ে বাড়ছে র্স্বণের দাম ২০২০ সালের আগস্ট দেশের ইতিহাসে সোনার সর্বোচ্চ দাম ওঠে এদিন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ৭৭ হাজার ২১৬ টাকা তবে গত বছরের ১৩ নভেম্বর সোনার দাম নামে ৭৫ হাজার ৩০০ টাকায় ১৪ ডিসেম্বরও এই মূল্য ছিল

প্রসঙ্গ জানতে চাইলে বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) সাধারণ সম্পাদক ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালা জানান, ২০০৯ থেকে বিশ্ব বাজারে অস্থিরতা বিরাজ করছে ডলারের দাম বেড়ে গেছে অনেক আর কমতে থাকে স্বর্ণের মাইন এর প্রভাবে বিশ্বব্যাপী দাম বেড়ে গেছে আগে মানুষ ডলার রিজার্ভ হিসেবে রাখত কিন্তু এখন স্বর্ণকে রিজার্ভ হিসেবে রাখতে স্বাচ্ছন্দ্য বোধ করছে এজন্য স্বর্ণের দাম বাড়ছে

স্বর্ণ ব্যবসায়ীরা জানান, আন্তর্জাতিক বাজারে সোনার দাম ওঠানামা ছাড়াও ডলারের দাম কম-বেশির কারণে সোনার দাম বাড়ে বা কমে ছাড়া চাহিদার বিপরীতে জোগান কম-বেশি থাকলে, উৎসব আমেজের আগেপরে দাম বাড়ানো-কমানো হয় আন্তর্জাতিক বাজারে যদি দাম কমে বা বাড়ে তাহলে দেশে ব্যবসায়ীরা তা কয়েক দিন পর্যবেক্ষণ করেন পরে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বৈঠকের মাধ্যমে দাম নতুন করে নির্ধারণের সিদ্ধান্ত নেয় ছাড়া ডলারের দামের সাথেও সোনার দাম ওঠানামা করে বিশ্ব বাজারে ডলারের দাম বাড়তি থাকলে সোনার দাম নিম্নমুখী হয় আবার এমনো দেখা যায়, ডলার নিম্নমুখী হলে সোনার দাম হয় ঊর্ধ্বমুখী

সবশেষ গতকাল বৃহস্পতিবার থেকে ভরিতে এক হাজার ৮৬৭ টাকা পর্যন্ত দাম বাড়ানো হয়েছে নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনা কিনতে খরচ হবে ৭৪ হাজার ৯৯৯ টাকা এর আগে সবশেষ গত বছরের ১৫ ডিসেম্বর সোনার দাম ভরিতে হাজার ১৬৬ টাকা কমানো হয় সে হিসাবে দুই মাসের কম সময়ের মধ্যে বাড়ানো হলো সোনার দাম নতুন দর অনুযায়ী, ১৮ ক্যারেটের সোনার প্রতি ভরি ৬১ হাজার ৮১৯ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ৫১ হাজার ২০৫ টাকায় বিক্রি হবে

২০২১ সালের শুরু থেকে বছরের ডিসেম্বর পর্যন্ত সোনার দাম ১১ বার বাড়ানো-কমানো হয় এর মধ্যে পাঁচ বার কমানো এবং ছয়বার বাড়ানো হয়েছে ২০২০ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ১৪ বার দেশের বাজারে সোনার দাম পরিবর্তন হয় শেষ পর্যন্ত প্রতি ভরির দাম বেড়েছে ১২ হাজার ৩০৬ টাকা অর্থাৎ গত বছর প্রতি মাসে গড়ে এক হাজার টাকার বেশি দাম বেড়েছে

যাযাদি/এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে