শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

১৬১ টাকা কমেছে ১২ কেজি সিলিন্ডারের দাম

যাযাদি ডেস্ক
  ০১ জুন ২০২৩, ১৬:২০
আপডেট  : ০১ জুন ২০২৩, ১৭:৩৯

এলপিজি ১২ কেজি সিলিন্ডারের দাম ১৬১ টাকা কমিয়ে ১ হাজার ৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে। মে মাসে এর দাম ছিল ১ হাজার ২৩৫ টাকা।

বৃহস্পতিবার (১ জুন) কমিশন চেয়ারম্যান মো নূরুল আমিন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) হলরুমে এক সংবাদ সম্মেলনে নতুন এ দাম ঘোষণা করেন।

ওই ঘোষণায় জানানো হয়, প্রতি কেজি এলপিজির দাম ৮৬ টাকা ২৫ পয়সা। এ হারে সিলিন্ডারের আকার অনুযায়ী দাম নির্ধারণ হবে। আজ সন্ধ্যা ৬টা থেকে নতুন এ দাম কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনার আগ পর্যন্ত এই দাম কার্যকর থাকবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কমিশনের সদস্য কামরুজ্জামান, ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, ড. মো. হেলাল উদ্দিন, আবুল খায়ের মো. আমিনুর রহমান, বিইআরসির সচিব ব্যারিস্টার মো. খলিলুর রহমান খান।

যাযাদি/এসএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে