শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১৯ আষাঢ় ১৪৩২

পুশ ইন করতে হলে শেখ হাসিনাকে পাঠান ফ্যাসিস্টের দোসরদের পাঠান: পঞ্চগড়ে  নাহিদ ইসলাম

পঞ্চগড় প্রতিনিধি
  ০৩ জুলাই ২০২৫, ২১:৪৬
পুশ ইন করতে হলে শেখ হাসিনাকে পাঠান ফ্যাসিস্টের দোসরদের পাঠান: পঞ্চগড়ে  নাহিদ ইসলাম
ছবি : যায়যায়দিন

জাতীয় নাগরিক পার্টি-এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, এই পঞ্চগড় সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী দ্বারা মানুষজনকে হত্যা করা হয়। গত ৫০ বছরে এই সীমান্ত হত্যা কোন সরকার বন্ধ করতে পারেনি। আমরা দেখেছি যে বর্ডার থেকে ভারত থেকে অবৈধভাবে পুশইন করা হচ্ছে। আমি স্পষ্ট ভাবে বলতে চাই। এটা হাসিনার বাংলাদেশ নয়; ছাত্র জনতার বাংলাদেশ। যদি পাঠাতে হয় তাহলে শেখ হাসিনাকে পাঠান। ফ্যাসিস্টের দোসরদের পাঠান। আমরা জুলাই অভ্যুত্থানের বিচারের আওতায় নিয়ে আসবো। তিনি গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পঞ্চগড় জেলা শহরের শেরে বাংলা পার্ক সংলগ্ন চৌরঙ্গী মোড়ে দেশ গড়তে জুলাই পদযাত্রা শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন।

নাহিদ ইসলাম আরও বলেন, আমরা আগামী সংসদ নির্বাচনের আগেই আমরা বলেছি নতুন সংবিধান এবং জুলাই গণ অভ‚্যত্থানের ডিক্লেয়ার ও রাষ্ট্রের মৌলিক সংস্কারের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের গণতন্ত্র নিশ্চিত করব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন, আমাদের সমর্থন দিন। ইনশাআল্লাহ আপনারা আমরা একসাথে আমরা যে স্বাধীনতা এনেছি সেই স্বাধীনতা আমরা রক্ষা করব। পঞ্চগড়ের মাটিতে আবারও দেখা হবে। আগামী ৩ আগষ্ট ঢাকার শহীদ মিনারে আপনাদের আমন্ত্রণ জানিয়ে যাচ্ছি। সারা বাংলাদেশের মানুষের আশা আকাঙ্খার ইশতেহার পাঠ হবে ইনশাআল্লাহ।

এর আগে বিকেলে পঞ্চগড় জেলা জজ কোর্টের সামনে থেকে জুলাই পদযাত্রা শুরু হয়ে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়ক দিয়ে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে এসে শেষ হয়। এনসিপির নেতাকর্মীরা ছাড়াও হাজারও ছাত্র-জনতা পদযাত্রায় অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে