মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২

বেনাপোল কাস্টম হাউসে কলমবিরতি 

সঠিক সময়ে পণ্য ছাড় বাধাগ্রস্ত
যাযাদি ডেস্ক
  ১৯ মে ২০২৫, ১৫:২৬
বেনাপোল কাস্টম হাউসে কলমবিরতি 
ছবি: সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে গঠিত নতুন রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ বাতিলের দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতৃত্বে চলমান কলমবিরতি আন্দোলন পঞ্চম দিনের মতো পালিত হয় দেশের দ্বিতীয় বৃহত্তম রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠান বেনাপোল কাস্টম হাউসে।

আজ সোমবার (১৯ মে) পঞ্চম দিনের মতো সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ কর্মসূচি চলে।

1

তবে, কর্মকর্তাদের কলমবিরতির কারণে বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানিতে তেমন কোনো প্রভাব পড়েনি এবং বন্দরের পণ্য ওঠানামা ও খালাস প্রক্রিয়া স্বাভাবিক সময়ের মতোই চলছে বলে জানান বেনাপোল স্থলবন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার। তবে আমদানিকৃত পণ্য সঠিক সময়ে কাস্টমস থেকে ছাড় করাতে কিছুটা বেগ পেতে হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

তিনি জানান, কলমবিরতির কারণে সোমবার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কাস্টম হাউজে কোনো কাজ হয়নি। তবে এসময় বন্দরে লোড-আনলোড প্রক্রিয়া এবং যাত্রী যাতায়াত স্বাভাবিকভাবেই চলেছে।

এনবিআর সংস্কার ঐক্য পরিষদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ’-এর খসড়া কর্মকর্তাদের মতামত প্রতিফলিত হয়নি। বিভাগ দুটিতে কাস্টমস ও আয়কর ক্যাডারের জন্য পদ সংরক্ষিত না রেখে রাজস্বের কাজে অভিজ্ঞতা নেই এমন কর্মকর্তা পদায়নের সুযোগ রাখা হয়েছে।

এতে একদিকে রাজস্ব ব্যবস্থাপনা কাজে অভিজ্ঞ নয় এমন কর্মকর্তা পদায়নের মাধ্যমে রাজস্ব প্রশাসনের দক্ষতা, গতিশীলতা এবং কার্যকারিতা বিঘ্নিত হবে, অন্যদিকে এনবিআরে কর্মরত দুটি ক্যাডারের কাজের ক্ষেত্র ও পদোন্নতির সুযোগ মারাত্মকভাবে ক্ষুণ্ন হবে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে রাজস্ব খাতকে দুটি পৃথক বিভাগে ভাগ করার প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করছেন সংস্থাটির কর্মকর্তা কর্মচারীরা।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কাস্টমস বিষয়ক সম্পাদক আব্দুল লতিফ বলেন, ‘কাস্টমস অফিসারদের কলমবিরতির কারণে আমরা ব্যবসায়ীরা নানাবিধ হয়রানির শিকার হচ্ছি। আমদানিকৃত মাল সঠিক সময়ে কাস্টমস থেকে ছাড় করতে পারছি না।

মাল ছাড় করানোর জন্য দিনে মাত্র ২ ঘণ্টা সময় পাচ্ছি। এই ২ ঘণ্টা সময়ের মধ্যে আমদানিকৃত মালামাল পরীক্ষণ করে শুল্কায়নের কাজ করা সম্ভব হচ্ছে না। সরকার রাজস্ব আদায় থেকে বঞ্চিত হচ্ছেন। তাই দেশের কথা চিন্তা করে এসব বিষয় নিয়ে কাস্টমস কর্মকর্তাদের সঙ্গে সরকারের আলোচনা করা উচিত।’

কলমবিরতির কারণে ওই সময়ে নতুন করে কোনো পণ্যের আইজিএম ইস্যু করা হচ্ছে না। আগের ইস্যু করা আইজিএমের পণ্য আমদানি-রপ্তানি হচ্ছে।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বলেন, ‘কাস্টমের কলমবিরতির কারণে শুল্কায়ন,পণ্য খালাস বিলম্বিত হচ্ছে। আমদানি-রপ্তানিও কমে যাচ্ছে। আমদানি পণ্য সময়মতো ব্যবসায়ীরা পাচ্ছেন না। তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সরকারের রাজস্ব আদায়ও বাধাগ্রস্ত হচ্ছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে