মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

৫৮৬ কোটি টাকায় এক কার্গো এলএনজি কিনছে সরকার

ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে অনুমোদন
যাযাদি রিপোর্ট
  ২০ মে ২০২৫, ১৪:২৫
আপডেট  : ২০ মে ২০২৫, ১৪:৪২
৫৮৬ কোটি টাকায় এক কার্গো এলএনজি কিনছে সরকার
ছবি: সংগৃহীত

দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সিঙ্গাপুর থেকে এক কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার অনুমোদন দিয়েছে সরকার। এতে ব্যয় ধরা হয়েছে ৫৮৬ কোটি টাকা।

মঙ্গলবার (২০ মে) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এই প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

1

বৈঠক সূত্রে জানা গেছে, পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা, ২০০৮-অনুসরণে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ায় স্পট মার্কেট থেকে ১ কার্গো (২-৩ জুলাই ২০২৫ সময়ের জন্য ২৮তম) তরলীকৃত প্রাকৃতিক গ্যাস ক্রয়ের প্রস্তাবের অনুমোদন দিয়েছে সরকার।

সিঙ্গাপুরের মেসার্স গানভর সিঙ্গাপুর পিটই লিমিটেড থেকে এক কার্গো এলএনজি আমদানিতে ব্যয় ধরা হয়েছে ৫৮৬ কোটি ৪৬ লাখ ২৭ হাজার ৫৯ টাকা ২০ পয়সা। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের প্রেক্ষিতে এসব এলএনজি আমদানির অনুমোদন দেয়া হয়েছে।

গত ১৩ মে সিঙ্গাপুর থেকে ৫৮৪ কোটি ১৬ লাখ ৫ হাজার ৯৫২ টাকা ব্যয়ে ১ কার্গো এলএনজি কেনার অনুমোদন দিয়েছিল সরকার। গত ৭ মে দেয়া হয়েছিল ২ কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস কেনার অনুমোদন দিয়েছিল সরকার।

এতে ব্যয় ধরা হয়েছিল এক হাজার ১০৪ কোটি ৪১ লাখ ৮৪ হাজার ৩৩৬ টাকা ৬৪ পয়সা। আর গত ২৯ এপ্রিল সিঙ্গাপুর থেকে আরও তিন কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস কেনার অনুমোদন দিয়েছিল সরকার। এতে ব্যয় ধরা হয়েছিল ১ হাজার ৬২০ কোটি ৫ লাখ ২৮ হাজার ৬৬৪ টাকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে