মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

‘৪৮ ঘণ্টায় গাজায় ১৪ হাজার শিশু মারা যেতে পারে’

যাযাদি ডেস্ক
  ২০ মে ২০২৫, ১৫:১৭
আপডেট  : ২০ মে ২০২৫, ১৫:৪৩
‘৪৮ ঘণ্টায় গাজায় ১৪ হাজার শিশু মারা যেতে পারে’
ইসরায়েলি হামলায় বিধ্বস্ত গাজা শহর। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী।

গত শুক্রবার থেকে দেশটি গাজায় অভিযান আরও জোরদার করেছে। তবে প্রায় দুই সপ্তাহ পর আন্তর্জাতিক চাপের মুখে গাজায় ত্রাণ সরবরাহের অনুমতি দিয়েছে ইসরায়েল।

1

এরপরেও ভয়াবহ তথ্য দিয়েছেন জাতিসংঘের মানবিক সহায়তা প্রধান টম ফ্লেচার।

তিনি বলেছেন, পাঁচ ট্রাক সহায়তা সোমবার গাজায় পৌঁছেছে। তবে এটিকে তিনি এক সমুদ্রে এক ফোটা পানি হিসেবে উল্লেখ করেছেন।

টম ফ্লেচার বলেছেন, যদিও ত্রাণের লরি গাজা অতিক্রম করেছে তবে সেসব এখনও সীমান্তের এক পাশে এবং এখনও ফিলিস্তিনিদের কাছে পৌঁছায়নি।

এসব ত্রাণের ট্রাকে শিশুদের খাবার এবং পুষ্টি রয়েছে বলে জানান এই কর্মকর্তা।

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, তাদের (ফিলিস্তিনিদের) কাছে ত্রাণের সরবরাহ না পৌঁছালে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ১৪ হাজার শিশু মারা যেতে পারে।

কীভাবে এই সংখ্যা নির্ধারণ করলেন- এই প্রশ্নের জবাবে ফ্লেচার বলেন, গাজার স্থলভাবে আমাদের শক্তিশালী দল আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে