বুধবার, ২১ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

ফুলবাড়ীতে ট্রাকের চাপায় একজন ভ্যানযাত্রী নিহত

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
  ২০ মে ২০২৫, ২১:৪২
ফুলবাড়ীতে ট্রাকের চাপায় একজন ভ্যানযাত্রী নিহত
ছবি সংগৃহিত

দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রাকের চাপায় ইসলাম মিয়া (৫৩) নামে এক ভ্যানযাত্রীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টায় পৌর শহরের ঢাকামোড়ে দিনাজপুর-গবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

1

এ ঘটনায় তিন মহিলাসহ চার জন গুরুতর আহত হয়েছে। তাদের অবস্থাও আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

নিহত ইসলাম মিয়া উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের পূর্ব ননারায়পুর গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে।

ঘটনাটি নিশ্চিত করেছেন ফুলবাড়ী থানার ওসি একেএম খন্দকার মহিব্বুল।

পুলিশ ও স্থানীয়রা জানায় ফুলবাড়ী পৌর বাজার থেকে একটি যাত্রীবাহী রিক্সাভ্যান লক্ষিপুর বাজারে যাওয়ার পথে ঢাকামোড়ে একই দিক থেকে আসা একটি ট্রাক যাত্রীবাহী ভ্যানটিকে সজরে চাপা দিলে ভ্যান চালকসহ ভ্যানযাত্রী ছিটকে পড়ে যায়, এঘটনায় ভ্যানচালকসহ আহতযাত্রীরা গুরুতর আহত হলে, স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৫টায় ভ্যানের যাত্রী ইসলামের মৃত্যু হয়।

ফুলবাড়ী থানার ওসি একেএম খন্দকার মহিব্বুল ঘটনা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রককে আটক করা হয়েছে, ও এ ঘটনায় ফুলবাড়ী থানায় সড়ক দুর্ঘটনা আইনে মামলা দায়ের কনা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে