মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

৭০ হাজার টন সার কিনছে সরকার, ব্যয় ৪৭৭ কোটি 

ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে অনুমোদন
যাযাদি রিপোর্ট
  ২০ মে ২০২৫, ১৪:৪৩
৭০ হাজার টন সার কিনছে সরকার, ব্যয় ৪৭৭ কোটি 
ছবি: সংগৃহীত

দেশে সারের ঘাটতি পূরণে ৪৭৭ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে ৭০ হাজার টন সার কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মরক্কো ও দেশীয় প্রতিষ্ঠান কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে এই সার কেনা হবে।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে মঙ্গলবার (২০ মে) অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এসব প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।

1

বৈঠক সূত্র জানায়, কাফকো থেকে ৩০ হাজার টন ব্যাগড গ্রানুলার ইউরিয়া এবং মরক্কো থেকে ৪০ হাজার টন ডিএপি সার আমদানি করা হবে। এতে মোট ৪৭৭ কোটি ২৩ লাখ ৩৫ হাজার টাকা।

কৃষি মন্ত্রণালয় থেকে রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় মরক্কোর ওসিপি নিউট্রোক্রপস ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মধ্যে সই হওয়া চুক্তির আওতায় ১২তম লটের ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানির আর একটি প্রস্তাব দেয়া হয়। এই প্রস্তাবটি অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি।

এই ডিএপি সারের ক্রয় মূল্য ধরা হয়েছে ৩২৪ কোটি ৫২ লাখ টাকা। প্রতি মেট্রিক টনের দাম ধরা হয়েছে ৬৬৫ মার্কিন ডলার।

এছাড়া দেশীয় প্রতিষ্ঠান কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বাংলাদেশ থেকে ১৬তম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ক্রয়ের একটি প্রস্তাব নিয়ে আসে শিল্প মন্ত্রণালয়। এটিও অনুমোদন দিয়েছে কমিটি।

এই ইউরিয়া সার কিনতে মোট ব্যয় হবে ১৫২ কোটি ৭১ লাখ ৩৫ হাজার টাকা। প্রতি মেট্রিক টনের দাম ধরা হয়েছে ৪১৭ দশমিক ২৫ মার্কিন ডলার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে