মঙ্গলবার, ২০ মে ২০২৫, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২

লিলি ও ম্যাক্স বিউ পণ্য কিনে মিরপুরের তাসমিন হলেন হারল্যান স্টোর

যাযাদি ডেস্ক
  ২০ মে ২০২৫, ১৬:২৭
লিলি ও ম্যাক্স বিউ পণ্য কিনে মিরপুরের তাসমিন হলেন হারল্যান স্টোর
ছবি : যায়যায়দিন

ঈদ-উল-আযহা উপলক্ষ্যে দেশের নাম্বার ওয়ান অথেনটিক কসমেটিকস স্টোর, হারল্যান স্টোর আয়োজিত ‘লাখ টাকায় লাইফ সাজাই’ ক্যাম্পেইনের প্রথম বিজয়ী হলেন মিরপুরের তাসমিন। হারল্যান স্টোর থেকে লিলি ও ম্যাক্স বিউ ব্র্যান্ডের অথেনটিক পণ্য কিনে নগদ এক লক্ষ টাকার ভাগ্যবান বিজয়ী হলেন তাসমিন। ১২ মে থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনের প্রথম বিজয়ী হিসেবে তাসমিনকে ১৯ মে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়া হয়।

১২ মে থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনটির মূল লক্ষ্য ও অথেনটিক কসমেটিকস ও পার্সোনাল কেয়ার পণ্য ব্যবহার করার জন্য ব্যাপক সচেতনতা তৈরি করা ও ক্রেতাদের পুরস্কৃত করার মাধ্যমে এ ব্যাপারে উৎসাহ প্রদান করা। “লাখ টাকায় লাইফ সাজাই” ক্যাম্পেইনটির মাধ্যমে হারল্যান স্টোরের উদ্দেশ্য অথেনটিক, লাক্সারি ব্র্যান্ডের প্রচার ও প্রসারের মাধ্যমে নকল ও ভেজাল পণ্যের অপকারিতা সম্পর্কে ভোক্তাদের অবহিত করা।

1

১৯ মে তাসমিন মিরপুরের পশ্চিম শ্যাওড়াপাড়া হারল্যান স্টোর আউটলেটে এসে ৩২০০ টাকার লিলি ও ম্যাক্স বিউ পণ্য শপিং করেন। আর এতেই তিনি হয়ে যান জীবন বদলে দেয়া এই ক্যাম্পেইনের প্রথম এক লক্ষ টাকা বিজয়ী।

বিজয়ী হয়ে উচ্ছ্বসিত তাসমিন বলেন, “নগদ এক লক্ষ টাকার গ্র্যান্ড প্রাইজ জিতে আমি সত্যি আনন্দিত। অথেনটিক পণ্য কিনে পুরস্কৃত হওয়ার অনুভূতিটি বলে বোঝানো যাবে না। আমি অন্যদেরকেও বলব হারল্যান স্টোরে এসে অথেনটিক পণ্য শপিং করতে, কারণ মাত্র ৫০০ টাকার কেনাকাটায়, আপনিও হতে পারেন পরবর্তী লাখ টাকা বিজয়ী!”

ঈদ উপলক্ষ্যে শুরু হওয়া জীবন বদলে দেয়া এই ক্যাম্পেইনে দেশজুড়ে হারল্যান স্টোরের দেড় শতাধিক আউটলেট অথবা herlan.com ওয়েবসাইট থেকে মাত্র ৫০০ টাকার পণ্য কিনলেই মিলবে নগদ এক লক্ষ টাকা জেতার সুযোগ। লাখ টাকার গ্র্যান্ড প্রাইজ ছাড়াও, রয়েছে প্রতি কেনাকাটায় লক্ষ লক্ষ টাকার নিশ্চিত গিফট কুপন এবং বিভিন্ন পণ্যে ৫০% পর্যন্ত ছাড়। গত ১২ জুন, সোমবার, রাজধানীর যমুনা ফিউচার পার্কে এক জমকালো আয়োজনে অফারটির উদ্বোধন করেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও রিমার্ক-হারল্যানের এক্সিকিউটিভ ডিরেক্টর ও জনপ্রিয় চিত্রনায়ক মামনুন হাসান ইমন। অনুষ্ঠানটিতে আরও উপস্থিত ছিলেন রিমার্ক-হারল্যানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, রিমার্ক এলএলসি ইউএসএ’র অ্যাফিলিয়েটেড প্রতিষ্ঠান রিমার্ক এইচবি প্রতিষ্ঠিত করেছে দেশের সবচেয়ে বড় রিটেইল চেইন শপ ‘হারল্যান স্টোর’ যেখানে পাওয়া যাচ্ছে শতভাগ অথেনটিক কালার কসমেটিকস, স্কিন কেয়ার, হোম কেয়ার ও পার্সোনাল কেয়ার পণ্য। রিমার্ক-হারল্যানের সাথে অন্তর্ভুক্ত হয়েছেন মেগাস্টার শাকিব খান, জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান, জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি, বিদ্যা সিনহা মিম, নুসরাত ফারিয়া, তানজিন তিশা, নাজিফা তুষি, সাবিলা নূর, কেয়া পায়েল, প্রার্থনা ফারদিন দিঘী, পূজা চেরি, সুনেরাহ বিনতে কামাল, মাসুমা রহমান নাবিলা, ও চিত্রনায়ক মামনুন হাসান ইমন ও সিয়াম আহমেদের মত জনপ্রিয় ও দর্শকনন্দিত মিডিয়া ব্যক্তিত্ব।

দেশের সবচেয়ে বড় অথেনটিক কসমেটিকস স্টোর, হারল্যান স্টোরের সবগুলো পণ্য পাওয়া যাচ্ছে সারা দেশজুড়ে দেড় শতাধিক হারল্যান স্টোর আউটলেট, হারল্যান স্টোর ফ্ল্যাগশিপ আউটলেট ও herlan.com ওয়েবসাইটে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে