শনিবার, ২৪ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

ঈদে আসছে ১০০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট: গভর্নর

যাযাদ ডেস্ক
  ২৪ মে ২০২৫, ১৩:৩৮
ঈদে আসছে ১০০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট: গভর্নর
বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। ছবি: সংগৃহীত

ঈদের আগে বাজারে ১০০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট আসছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

শনিবার (২৪ মে) পিকেএসএফ ভবনে আয়োজিত 'ক্রেডিট এনহ্যান্সমেন্ট স্কিম' প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

1

গভর্নর বলেন, ‘ঈদের আগে বাজারে ১০০০, ৫০ ও ২০ টাকার নতুন নোট ছাড়া হবে। তবে এই টাকায় কোনো ব্যক্তির ছবি থাকবে না।’

নোটগুলোতে বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপনার ছবি থাকবে বলে জানান তিনি।

পিকেএসএফের চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গভর্নর আহসান এইচ মনসুর। বিশেষ অতিথি ছিলেন এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং এবং অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে