রোববার, ২৫ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

বাউফলে সাংবাদিকদের মানববন্ধন

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
  ২৪ মে ২০২৫, ১৮:২৫
বাউফলে সাংবাদিকদের মানববন্ধন
সাংবাদিকদের মানববন্ধন কর্মসুচি পালন । ছবি: যায়যায়দিন

পটুয়াখালীর বাউফলে কালের কন্ঠের পটুয়াখালী জেলা প্রতিনিধি এমরান হাসান সোহেলের সঙ্গে বাউফল উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলামের ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও জেলে ভরে দেওয়ার হুমকির প্রতিবাদে মানববন্ধন কর্মসুচি পালন করেছে বাউফলে কর্মরত সাংবাদিকরা।

শনিবার বিকেল সাড়ে ৪টায় বাউফল প্রেসক্লাবের সামনে এ কর্মসুচি পালন করা হয়।

1

মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. কামরুজ্জামান বাচ্চু, সাবেক সাধারণ সম্পাদক এবিএম মিজানুর রহমান ও আরেফিন সহিদ, সাবেক সভাপতি অতুল চন্দ্রপাল, সদস্য জিতেন্দ্র নাথ রায়, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মঞ্জুর মোর্শেদ, সিনিয়র সহসভাপতি মো. দেলোয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো. তোফাজ্জেল হোসেন, সদস্য মো. অহিদুজ্জামান সুপন ও এমএ বাশার প্রমুখ।

এ সময় বক্তরা বাউফল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিনুল ইসলামের অপসারণ দাবী করেন।

উল্লেখ্য, গত সোমবার বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির বাউফল উপজেলা শাখার আয়োজনে এক অনুষ্ঠানে ইউএনওকে দাওয়াত না দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ঘটনা ঘটে।

ওই কমিটির সভাপতি কালের কন্ঠের পটুয়াখালী জেলা প্রতিনিধি এমরান হাসান সোহেলকে শাস্তি দিয়ে জেলে ভরে দেওয়ার হুমকি দেন। ইউএনও বলেন, ‘আমি প্রজাতন্ত্রের এমন চাকার, মালিককে শাস্তিও দিতে পারি।’

হুমকির ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে