রোববার, ২৫ মে ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২

তিতাসে নারান্দিয়া ইউপি চেয়ারম্যান গ্রেফতার

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি
  ২৪ মে ২০২৫, ১৮:২৫
তিতাসে নারান্দিয়া ইউপি চেয়ারম্যান গ্রেফতার
ছবি: যায়যায়দিন

কুমিল্লার তিতাসে বৈষম্যবিরোধী মামলার এজাহারনামীয় আসামী নারান্দিয়া ইউপি চেয়ারম্যান মো. আরিফুজ্জামান খোকাকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (২৪ মে) দুপুরে উপজেলার খলিলাবাদ গ্রামের নিজ বাড়িতে একটি সামাজিক বৈঠক থেকে তাকে আটক করা হয়। সে নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

জানা যায়, গত বছরের ৫ আগস্টের পর উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে দুটিতে প্যানেল চেয়ারম্যান ও ৪টিতে প্রশাসক হিসেবে সরকারি কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন। বাকি তিনটি ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত চেয়ানম্যানগণ দায়িত্ব পালন করে আসছে। এদের মধ্যে আটককৃত আরিফুজ্জামান খোকা চেয়ারম্যান একজন। আরিফুজ্জামান খোকা দক্ষিণ নারান্দিয়ার মো. হাবিবুর রহমানের ছেলে। সে দীর্ঘদিন যাবৎ তার শ্বশুর বাড়ি খলিলাবাদে জায়গা কিনে পরিবার নিয়ে বসবাস করে আসছে।

1

তিতাস থানার ওসি মো. শহীদ উল্যাহ বিষয়টি নিশ্চিত করে জানান, থানা পুলিশের বিশেষ অভিযানে তাকে আটক করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার উপর হামলার মামলায় সে এজাহারনামীয় ১২নং আসামী। আসামীকে বিকালে কোর্টের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে