প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্যুতের এ বরাদ্দ ইসলামাবাদের জাতীয় পরিকল্পনার অংশ। এর মাধ্যমে অতিরিক্ত বিদ্যুৎ ব্যবহার করে বিটকয়েন মাইনিং ও এআই ডাটা সেন্টার পরিচালিত হবে।
পাকিস্তানের জ্বালানি খাত বর্তমানে নানা ধরনের সমস্যায় জর্জরিত। বিশেষ করে অতিরিক্ত উৎপাদন দেশটির বিদ্যুৎ খাতে সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আবার উচ্চ দামে বিদ্যুৎ কিনতে গিয়ে হিমশিম খাচ্ছে নাগরিকরা। এ পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে সৌরবিদ্যুতের দ্রুত সম্প্রসারণ। কারণ বেশি সংখ্যক গ্রাহক ব্যয় কমাতে জ্বালানির বিকল্প এ0উৎসের দিকে ঝুঁকছে পড়েছে। এখন অতিরিক্ত উৎপাদন প্রযুক্তিগত রূপান্তরে অংশ নিচ্ছে।
ডাটা সেন্টার স্থাপনে কাজ করছে সরকার সমর্থিত সংস্থা পাকিস্তান ক্রিপ্টো কাউন্সিল (পিসিসি)। দেশটির অর্থ মন্ত্রণালয়ের ভাষ্য অনুসারে, অতিরিক্ত বিদ্যুৎ অর্থায়নযোগ্য সম্পদে রূপান্তর, হাই-টেক কর্মসংস্থান সৃষ্টি এবং বিদেশী বিনিয়োগ আকর্ষণের একটি বিস্তৃত কৌশলের অংশ এটি।
আরো উল্লেখ করেছে এ ডাটা সেন্টার পাকিস্তানে একটি বৃহত্তর, ধারাবাহিক ডিজিটাল অবকাঠামো গঠনের প্রথম ধাপ।