মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে জনাব এম এ জাহেদ চৌধুরীকে নিয়োগ দেওয়া হয়েছে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) সম্প্রতি এই নিয়োগ অনুমোদন করেছে।
এর আগে, কোম্পানির ১৬৬তম পরিচালনা পর্ষদ সভায় তাঁকে ভারপ্রাপ্ত সিইও হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। দীর্ঘ ৩০ বছরের বেশি সময় ধরে নন-লাইফ বীমা খাতে তিনি দেশের বিভিন্ন স্বনামধন্য ইন্স্যুরেন্স কোম্পানিতে গুরুত্বপূর্ণ পদে সফলভাবে দায়িত্ব পালন করেছেন।
মেঘনা ইন্স্যুরেন্সে যোগদানের পর তিনি ১২ বছরএর অধিক সময় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজ করেছেন এবং কোম্পানির টেকসই উন্নয়ন ও কাঠামোগত শক্তিমানে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা ও সকল কর্মকর্তা-কর্মচারী তাঁর এ নিয়োগকে স্বাগত জানিয়েছেন এবং আশা প্রকাশ করেছেন যে, তাঁর নেতৃত্বে কোম্পানিটি আরও উচ্চতর সাফল্যের পথে এগিয়ে যাবে।