জুলাই নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পুলিশ সদস্য ‘আপত্তিকর’ স্ট্যাটাস দেন। এর প্রতিবাদে কুষ্টিয়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১ জুলাই) রাত সাড়ে ৯টা থেকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে পুলিশ লাইনসের সামনে তারা বিক্ষোভ করেন। তাদের দাবি, যতক্ষণ পর্যন্ত ওই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করে আইনের আওতায় না নেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত মহাসড়ক থেকে ছেড়ে যাবেন না।
ঘটনাস্থলে থাকা কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশাররফ হোসেন বলেন, বিষয়টি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে কথা হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা পুলিশ লাইনসের সামনে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করছেন। তারা পুলিশের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। এ সময় সড়কের উভয় পাশে বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকে রয়েছে।
তিনি বলেন, এই জুলাইয়ে গত বছর কুষ্টিয়ায় পুলিশ নির্বিচারে গুলি চালিয়ে ছাত্র-জনতাকে হত্যা করেছে। আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের সন্ত্রাসীরা এখনো হুমকি দিচ্ছে। সেই আওয়ামী লীগের দোসর হয়ে পুলিশ এই জুলাইয়ে আবার জুলাই নিয়ে আপত্তিকর কথা লিখেছে। পুলিশ এখনো সংশোধন হয়নি। তারা আওয়ামী লীগের হয়ে কাজ করছে।
এদিকে এদিন রাত ১০টার দিকে জেলা পুলিশ ফেসবুকে একটি স্ট্যাটাস দেয়। স্ট্যাটাসে বলা হয়, ‘জুলাই অভ্যুত্থানবিরোধী মন্তব্য করায় জেলা পুলিশ ট্রাফিকে কর্মরত কনস্টেবল ফারজুল ইসলামের ছুটি বাতিল করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি এ বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।’
‘ইতিমধ্যেই কুষ্টিয়ার পুলিশ লাইনসহ পুলিশের সকল ইউনিটে জুলাই অভ্যুত্থানবিরোধী ও রাষ্ট্রবিরোধী সংক্রান্তে কোনো মন্তব্য পোস্ট না করার জন্য জরুরি নির্দেশনা প্রদান করা হয়েছে। এর ব্যত্যয় হলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এদিকে রাত ১০টার দিকে ফারজুল ইসলাম নামের ওই পুলিশ সদস্য তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে দাবি করেন, সকাল থেকে তার ব্যবহৃত ফেসবুক আইডিটি হ্যাক হয়েছে