গাজীপুরের কাপাসিয়ায় ২০২৪-২৫ অর্থ বছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের প্রণোদনা কর্মসূচির আওতায় দেশী জাতের বিভিন্ন ফল ও ঔষধি গাছের চারা, বীজ, সার এবং বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে। ১ জুলাই মঙ্গলবার সকালে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় চত্বরে আনুষ্ঠানিক ভাবে বিনামূল্যে তালের চারা ও বেড়া বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিসের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুমন কুমার বসাকের সার্বিক ব্যবস্থাপনায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার শাকিল আহমেদ, কৃষি সম্প্রসারণ অফিসার সুরাইয়া আক্তার, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী প্রমুখ।
এর আগে বিভিন্ন পর্যায়ে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ২ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে উফসী জাতের আমন ধানের বীজ ও সার, ৪'শ জন কৃষকের মাঝে ৫টি করে ২ হাজার নারিকেলের চারা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৮'শ নারিকেলের চারা, ২'শ কৃষকের মাঝে ৫টি করে লেবু চারা ও জৈব সার, বিভিন্ন প্রতিষ্ঠানে ৩'শ টি তালের চারা, ২'শ জন কৃষকের মাঝে বিভিন্ন সবজি বীজ ও সার, ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের ১'শ জন করে ২ হাজার ৫'শ শিক্ষার্থীর মাঝে নিম, বেল, কাঁঠাল ও জামের চারা এবং ১'শ ৩০ জন কৃষকের মাঝে ৫টি করে মোট ৬'শ ৫০ টি আম চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে।