ব্রিটিশ বহুজাতিক ব্যাংক এইচএসবিসি ২০২৫ ও ২০২৬ সালের জন্য স্বর্ণের দামের পূর্বাভাস আবার সংশোধন করেছে। এ দুই বছর মূল্যবান ধাতুটির দামে ঊর্ধ্বমুখী ধারা বজায় থাকবে বলে জানিয়েছে আর্থিক পরিষেবা প্রতিষ্ঠানটি। এ সময় ভূরাজনৈতিক ঝুঁকির কারণে বিনিয়োগকারীদর কাছে আপৎকালীন বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বাড়বে বলে জানিয়েছেন বাজারসংশ্লিষ্টরা। খবর মাইনিং ডটকম।
ব্যাংকটির বিশ্লেষকরা জানিয়েছেন, বছরের বাকি সময় স্বর্ণের দাম আউন্সপ্রতি ৩ হাজার ৬০০ থেকে ৩ হাজার ১০০ ডলারের মধ্যে উঠানামা করতে পারে। ২০২৫ সালের শেষে দাম আউন্সে ৩ হাজার ১৭৫ ডলার এবং ২০২৬ সালে ৩ হাজার ২৫ ডলার থাকবে।
তারা আরো জানান, যদি স্বর্ণের দাম ৩ হাজার ৩০০ ডলারের ওপরে পৌঁছায়, তাহলে কেন্দ্রীয় ব্যাংকগুলোর স্বর্ণ ক্রয় কিছুটা কমে আসতে পারে। তবে দাম ৩ হাজার ডলারের কাছাকাছি নেমে এলে চাহিদা আবার বাড়বে।