মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

পুলিশের পিপিএম পদক পেলেন জাবির সাবেক শিক্ষার্থী আজাহারুল

জাবি প্রতিনিধি
  ২৬ জানুয়ারি ২০২২, ১৭:৪১
পুলিশের পিপিএম পদক পেলেন জাবির সাবেক শিক্ষার্থী আজাহারুল
পুলিশের পিপিএম পদক পেলেন জাবির সাবেক শিক্ষার্থী আজাহারুল

পুলিশে অসীম সাহসিকতা এবং বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতির পুলিশ পদক 'পিপিএম'- ভূষিত হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মো: আজাহারুল ইসলাম মুকুল তিনি বিশ্ববিদ্যালয়ের ভূগোল পরিবেশ বিভাগের ৩০ ব্যাচের শিক্ষার্থী ছিলেন

পুলিশ বাহিনীর সদস্যদের রাষ্ট্রীয় পদক প্রদানের রীতি অনুযায়ী গত ২০ জানুয়ারি ১১৫ জন পুলিশ সদস্যকে বিভিন্ন পদকে ভূষিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা- এরই অংশ হিসেবে ২০২১ সালে অসীম সাহসিকতা বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ তিনি পদকে ভূষিত হন

পদক প্রাপ্তি বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘রাষ্ট্রপতি পুলিশ পদক' পাওয়া আমার জন্য অত্যন্ত গৌরবের এটি আমাকে নতুন উদ্যমে কাজ করার আগ্রহ যোগাবে বাংলাদেশ পুলিশের একজন সদস্য হিসেবে দেশের সেবায় সর্বদা নিয়োজিত থেকে আমার উপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা, আন্তরিকতা পেশাদারিত্বের সাথে পালনের জন্য সকলের কাছে দোয়া চাই

উল্লেখ্য, আজহারুল ইসলাম ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিবি ওয়ারি থানার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন ৩১ তম বিসিএসে তিনি পুলিশ ক্যাডারে সুপারিশ প্রাপ্ত হন

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে