শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

আরবি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হলেন জবির ড. আবুল কালাম

জবি প্রতিনিধি
  ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৫৬
আপডেট  : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৩০
আরবি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হলেন জবির ড. আবুল কালাম

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আবুল কালাম আজাদ

গতকাল রোববার (৬ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় আইন, ২০১৩ এর ১৬(১) ধারা অনুসারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আবুল কালাম আজাদকে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য পদে নিয়োগ করা হলো

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এই পদের মেয়াদ হবে যোগদানের তারিখ হতে পরবর্তী ৪ বছর তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন পদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সব সুযোগ-সুবিধা ভোগ করবেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য চাইলে যে কোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন

প্রসঙ্গত, অধ্যাপক ড. আবুল কালাম আজাদ এর পূর্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি বিভিন্ন গণমাধ্যমে সমসাময়িক ও ইসলামের নানা বিষয়ে আলোচক হিসেবে সুপরিচিত ব্যক্তি

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে