রোববার, ১১ মে ২০২৫, ২৮ বৈশাখ ১৪৩২

কিডনি জনিত সমস্যায় মারা গেলেন বেরোবি শিক্ষাথী আইভি

বেরোবি প্রতিনিধি
  ২৬ আগস্ট ২০২৩, ১৩:৫৩
কিডনি জনিত সমস্যায় মারা গেলেন বেরোবি শিক্ষাথী আইভি
কিডনি জনিত সমস্যায় মারা গেলেন বেরোবি শিক্ষাথী আইভি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ৪র্থ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী আইভি আক্তার আইরিন কিডনি জনিত সমস্যায় মৃত্যুবরণ করেছেন।

আজ ২৬ আগস্ট (শনিবার) সকালে ৬টা ৫০ মিনিটে তিনি মারা যান। তার মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন আইভির বিশ্ববিদ্যালয়ের সহপাঠী লাকি খাতুন।

পারিবারিক সূত্রে জানায়, প্রায় ১ বছর ধরে কিডনি জটিলতায় ভোগেন তিনি। ইভার দুটি কিডনি নষ্ট হয়ে গিয়েছিল। অর্থাভাবে মেডিকেলে ভর্তি করাতে না পারায় আইভি আক্তার লালমনিরহাটের পাটগ্রামে নিজ বাসা থেকেই মাঝে মাঝে রংপুরে এসে চিকিৎসা নিচ্ছেন। স্বাভাবিকভাবে কিডনি জটিলতায় সপ্তাহে দুইদিন ডায়ালাইসিস করতে হলেও, তার একবার করে সপ্তাহের বাকিদিন করতে হত জীবন-মরণ যুদ্ধ। দীর্ঘ এই সংগ্রামের পর অবশেষে তিনি ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকগমন করেন।

এদিকে তার মৃত্যুতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে নেমেছে শোকের ছায়া।

যাযাদি/ এসএম

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে