জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগে আবহাওয়া স্টেশন স্থাপন করা হয়েছে। জাপানের কাগাওয়া বিশ্ববিদ্যালয়ের আর্থিক সহযোগিতায় এই স্টেশন স্থাপন করা হয়।
রোববার (২৭ আগস্ট) সকাল ১০টায় বিভাগের সম্মুখে স্টেশন উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম।
উদ্বোধনকালে উপাচার্য আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘স্টেশন প্রতিষ্ঠার ফলে ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের শিক্ষা-গবেষণার মান ও জলবায়ু গবেষণার ক্ষমতা বৃদ্ধি পাবে।’
এসময় উপাচার্য কাগাওয়া বিশ্ববিদ্যালয়ের সাথে জাবির দ্বি-পাক্ষিক শিক্ষা ও গবেষণার সুযোগ আরও সম্প্রসারণের আহবান জানান। একই সময়ে কাগাওয়া বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব এডুকেশনের অধ্যাপক ড. তরু তেরাও জাবির সাথে দ্বি-পাক্ষিক শিক্ষা ও গবেষণা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, আঞ্চলিক ও স্থানীয় জলবায়ুর তুলনা ও পরিবর্তন পর্যবেক্ষণের জন্য জাবির ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগ ও কাগাওয়া বিশ্ববিদ্যালয় যৌথভাবে কাজ করছে। নতুন স্থাপিত স্টেশনের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে প্রতি মিনিটে বৃষ্টিপাত, বাতাসের দিক বা গতি, তাপমাত্রা এবং আর্দ্রতা পরিমাপ করতে পারবে। এছাড়া স্টেশনটি বায়ুমণ্ডলীয় পরিস্থিতি পরিমাপ করে স্বয়ংক্রিয়ভাবে সার্ভারে ডাটা জমা রাখবে।
স্টেশন উদ্বোধনকালে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক মো. সাখাওয়াত হোসেন, বিভাগীয় শিক্ষক অধ্যাপক এটিএম শাখাওয়াত হোসেন, অধ্যাপক মো. জুল্লে জালালুর রহমান, অধ্যাপক মো. শরীফ হোসেন, অধ্যাপক মো. এমাদুল হক, অধ্যাপক সৈয়দা ফাহ্লিজা বেগম, অধ্যাপক হুসাইন মো. সায়েম, সহযোগী অধ্যাপক মো. হাসান ইমাম, সহযোগী অধ্যাপক মাহমুদা খাতুন প্রমুখ।
যাযাদি/ এম