শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ শ্রাবণ ১৪৩১

ঢাবি শিক্ষক সমিতির সভাপতিকে 'হুমকি' 

ঢাবি প্রতিনিধি
  ২১ সেপ্টেম্বর ২০২৩, ১০:২১
ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মো. নিজামুল হক ভূঁইয়াকে চিঠির খামে ‘সাদা কাপড়ের টুকরা’ পাঠিয়ে হুমকি দেয়া হয়েছে। এ ঘটনায় শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া।

এ বিষয়ে নিজামুল হক ভূঁইয়া বলেন, ‘আমরা যারা সরকারের উন্নয়ন নিয়ে কথা বলি, আমাদের টার্গেট করে এটা লিখে। নইলে বঙ্গবন্ধুকে আনবে কেন এখানে? আমার পরিবারকে নিয়ে আজেবাজে যা লিখেছে সেটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি মনে করি একটা জঙ্গিগোষ্ঠী এগুলো পাঠিয়েছে। আমাদের সবার নিরাপত্তার দাবি জানাই। এটা জরুরি হয়ে গেছে।'

সাধারণ ডায়েরিতে অধ্যাপক নিজামুল হক ভুঁইয়া উল্লেখ করেন, ‘১৯ সেপ্টেম্বর সকাল অনুমান ১১টা ১৫ মিনিটের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটে আমার অফিস কক্ষে আমার নামে একটি খাকি খামের চিঠি আসে। বিকাল অনুমান ৩টা ২০ মিনিটে বিভাগের (২য় তলা) অফিস কক্ষ থেকে আমার ব্যক্তিগত (একই ভবনের নিচ তলা) কক্ষে অফিস স্টাফ মো. ইমরান হোসেন (২৬) খাকি খামের চিঠিটি আমার কাছে দেন।

তিনি আরো লিখেছেন, ‘আমি খামটি আমার বিভাগের সহকর্মী সহকারী অধ্যাপক সাইফুল ইসলামের উপস্থিতিতে খুলে লাল কালির মার্কার দিয়ে হাতে লেখা একটি কাগজ, যাতে ইংরেজি ভাষায় অশ্লীল বাক্য লেখা; ‘শেখ মুজিবের আসল বংশ পরিচয়’ শিরোনামে এ-৪ সাইজের একটি কাগজ; ‘দোস্তি: ত্রিশ লক্ষ লাশের উপর’ শিরোনামে বঙ্গবন্ধুসহ অন্যান্য ব্যক্তিবর্গের ছবি সম্মিলিত এ-৪ সাইজের একটি কাগজ, এবং ছোট এক টুকরা সাদা কাপড় দেখতে পাই।’

যাযাদি/ এস

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে