শুক্রবার, ০৯ মে ২০২৫, ২৫ বৈশাখ ১৪৩২

লায়ন্স কনভেনশন ও নির্বাচন ১ মাসের স্থগিতাদেশ!

আকতার হোসেন অপূর্ব, স্টাফ রিপোর্টার
  ০৮ মে ২০২৫, ২২:২৮
লায়ন্স কনভেনশন ও নির্বাচন ১ মাসের স্থগিতাদেশ!
ছবি: লোগো

লায়ন্স জেলা কনভেনশন ও নির্বাচন ১ মাসের স্থগিতাদেশ দিয়েছেন আদালত। বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি কাজী জিনাত হক ও আয়নুন নাহার সিদ্দিক এর সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ ওই আদেশ দেন।

আদালত সূত্র জানান,গত ৫ মে লায়ন্স এয়াকুব আলী ওই নির্বাচন এবং কনভেনশন স্থগিত চেয়ে রীট পিটিশন দাখিল করেন।

ওই বেঞ্চ শুনানী শেষে ৭ মে রুল নীশি জারি করেন এবং ১ মাসের স্থগিতাদেশ দেন। আদালতে দাখিল করা ওই পিটিশনের পক্ষে

শুনানীতে অংশ নেন এ্যাডভোকেট মাসুদ রানা। এছাড়া রাষ্ট্রপক্ষে শুনানীতে অংশ নেন এডভোকেট ডেপুটি এটর্নি জেনারল বদরুজ্জামান।

আগামী ১০ মে ওই নির্বাচন এবং কনভেনশন হওয়ার কথা ছিল।

প্রসঙ্গত, আগামী ১০ মে লায়ন্স জেলা ৩১৫ বি২ এর ৩২তম বার্ষিক কনভেনশন ও নির্বাচন হওয়ার কথা ছিল। ওই অনুষ্ঠানে ডেলিগেট/অল্টারনেট ডেলিগেট ও অথিতি নিয়ে প্রায় এক হাজার সদস্য অংশগ্রহন করবে এমন প্রত্যাশা করেছিলেন আয়োজকরা। এজন্য স্থান নির্ধারণ করা হয়েছিল ১০০ আসন বিশিষ্ট নিকেতন সোসাইটি হল ও ১০/১ নং ৮১ ও ৮৩ (খালি প্লট)। আর এতেই সৃষ্টি হয় বিপত্তি।

সাধারণ লায়ন সদস্য ও ভোটারদের মধ্যে দেখা দেয় মিশ্র প্রতিক্রিয়া।

সাধারণ লায়ন্স সদস্যদের দাবী,

গত ৩১ বছরে অর্জিত জেলার সকল ঐতিহ্য ভেঙ্গে জেলা গভর্নর লায়ন সফিউল আলম শামীম এর মনোনিত প্রার্থী ও পিডিজি লায়ন কাজী সাইফুল ইসলাম সোহেলের যোগ সাজসে তার ছোট ভাই দ্বিতীয় ভাইস জেলা গভর্নর প্রার্থী কাজী তারিফুল ইসলাম কে অনৈতিক ভাবে জয়ী করার জন্য প্রার্থীর বাড়ির উল্টো পাশে নিকেতনের মতো একটি আবাসিক এলাকায় (খালি মাঠে)আন্তর্জাতিক একটি সেবা স‌‌গঠনের‌ কনভেনশন ও নির্বাচন অনুষ্ঠিত করতে চেয়েছিল।

বিষয়টি জানাজানি হলে

ওই সিদ্ধান্তের বিরুদ্ধে জেলার সাধারণ লায়নরা ক্ষোভ প্রকাশ করেন।

জেলার জৈষ্ঠ্য লায়ন এ এস ই দেলোয়ার জগলুর দাবী, বিশ্বব্যাপী সমাদৃত সেবামূলক প্রতিষ্ঠান লায়ন্স এর ঐতিহ্য বজায় রেখে ৩২তম বার্ষিক কনভেনশন ও নির্বাচন করতে হবে। তার দাবী,ওই অনুষ্ঠানের জন্য যে জায়গা ঠিক করা হয়েছে তা উদ্যেশ্য প্রনোদিত ও বেমানান।

লায়ন একেএম নেয়ামত উল্লাহ বাবুর দাবী, এ ধরনের প্রহসনমূলক কনভেনশন ও নির্বাচনকে জেলার অধিকাংশ ভোটাররা প্রত্যাখ্যান করেছিল। আদালত স্থগিতাদেশ দেয়ায় সকল সদস্য খুশি হয়েছেন।

লায়ন আক্তারুজ্জামান দাবী , ওই আয়োজনের কথা জেনে জেলার লায়ন সদস্যর ভীত, ক্ষুব্ধ ও আতঙ্কিত ছিল,। আদালতের ওই আদেশে সকলের মনে ফিরে এসেছে স্বস্তি

আদালতে পিটিশন কারী লায়ন্স এয়াকুব আলী ওই আদেশে সন্তুষ্টি প্রকাশ করে জানান,

জেলা ৩১৫ বি২ এর ৩২ তম কনভেনশন ও নির্বাচন অনতিবিলম্বে জেলার ঐতিহ্য বজায় রেখে পাঁচ তারকা হোটেলে স্থানান্তর সহ সকল প্রার্থীর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে- জেলা গভর্নরকে বারবার এমন আহ্বান জানিয়ে আসচ্ছেিলেন জেলার সাধারণ লায়ন সদস্যরা। অথচ কোন কিছুকে তোয়াক্কা না করে ১০ মে ওই নির্বাচন ও কনভেনশন আয়োজন করা হয়েছিল। আদালতের আদেশে ওই দূরভিসন্ধির নির্বাচন ও কনভেনশন স্থগিত হওয়ায় তিনিসহ সকল লায়ন্সই খুশি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে