বরিশাল বাকেরগঞ্জে দুস্কৃতিকারীদের ও অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিলেন জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, বরিশাল জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।
জাতীয়তাবাদী দল বিএনপির দুর্গ নামে পরিচিত বাকেরগঞ্জ উপজেলায় ১৪ টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত নদীমাতৃক এই উপজেলায় প্রায় পাঁচ লাখ মানুষের বসবাস। দক্ষিণ অঞ্চলের রাজনৈতিক হিসাব নিকাশে বরিশাল জেলার খুব কাছাকাছি হওয়ায় এ আসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করেন নীতিনির্ধারক পর্যায়ের নেতৃবৃন্দ। এ আসন থেকেই নির্বাচিত হয়েছিলেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী অধ্যক্ষ মোঃ ইউনুছ খান।
এখান থেকে বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। সংসদ সদস্য নির্বাচিত হয়ে বাকেরগঞ্জ উপজেলার সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে ও নাগরিক সেবা নিশ্চিতে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা লাভ করেন বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গনতান্ত্রিক উপায় সুসংগঠিত করে অতীতের চেয়ে অনেক বেশি শক্তিশালী সংগঠনে পরিণত করেছেন তিনি। এতো কিছুর পরেও নিজ দলের কিছু পদবঞ্চিত, ছিটকে পড়া বিতর্কিত নেতাকর্মীরা পিছু লেগেছে জনপ্রিয় এই নেতার।
তারা দলের ও সিনিয়র নেতাদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন তথ্য দিয়ে সোসাল মিডিয়ায় ফেইসবুকে ও বিভিন্ন ইউনিয়নে নেতা কর্মীদের মধ্যে ভুল তথ্য দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। আজকে বাকেরগঞ্জ উপজেলা দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে এসব কথা বলেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন আমরা এই উপমহাদেশের অন্যতম আদর্শিক রাজনৈতিক দলের কর্মী, আমাদের পরিচ্ছন্ন ভাবমূর্তি থাকতে হবে, যারা সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িয়ে দলের ক্ষতি করবে তাদের আর কোন ছাড় দেয়া হবে না বরং নেতা কর্মীদের নিয়ে প্রতিহত করা হবে এবং দলীয় সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।